ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে জাতিগত শান্তি সম্মেলন শুরু বুধবার

প্রকাশিত: ০৪:০৭, ২৯ আগস্ট ২০১৬

মিয়ানমারে জাতিগত শান্তি সম্মেলন শুরু বুধবার

মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী আউং সান সুচি বুধবার জাতিগত শান্তি সম্মেলন উদ্বোধন করার মাধ্যমে মুখোমুখি হতে যাচ্ছেন তার নেতৃত্বের সবচেয়ে কঠিন পরীক্ষার। স্বাধীনতার পর থেকে দেশটিতে যে গৃহযুদ্ধ চলছে তার অবসান ঘটানোই এ সম্মেলনের লক্ষ্য। এ গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের ভাবমূর্তি বহির্বিশ্বে মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। খবর এএফপির। দেশটির রাজধানীতে পাঁচ দিনব্যাপী এ আলোচনায় অংশ নেবেন শত শত জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী নেতা। এছাড়া শীর্ষ সেনা কর্মমর্তা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের পাশাপাশি এতে থাকবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটির দারিদ্র্যপীড়িত রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরে চলা বিদ্রোহ এবং মাদক, মূল্যবান পাথর এবং কাঠের অবৈধ বাণিজ্য বন্ধের লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছেন সুচি। মিয়ানমারে এক শ’র বেশি জাতিগত গ্রুপ রয়েছে। তারা দশকের পর দশক ধরে বৈষম্যের শিকার। শান্তিতে নোবেল জয়ী সুচি গত মার্চে প্রথমবারের মতো অবাধ নির্বাচনের পর সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে তার দল।
×