ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দ্রাটিকি ট্রাজেডি: চার স্কুল ছাত্র অপহরন ও হত্যা মামলার চার্জ গঠন ফের পিছালো

প্রকাশিত: ০২:১০, ২৯ আগস্ট ২০১৬

সুন্দ্রাটিকি ট্রাজেডি: চার স্কুল ছাত্র অপহরন ও হত্যা মামলার চার্জ গঠন ফের পিছালো

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ এক আসামীর বয়স নির্ধারন নিয়ে সৃষ্ট জটিলতার কারনে ফের পিছিয়ে গেল হবিগঞ্জের আলোচিত সুন্দ্রাটিকি চার স্কুল ছাত্র অপহরন ও হত্যাকান্ড মামলার চার্জ গঠন। জানা গেছে, সংশ্লিস্ট মামলার বিবাদী পক্ষ আসামী রুবেল মিয়া অপ্রাপ্ত বয়স্ক দাবী করলে সৃষ্ট জটিলতা নিরসনে বিজ্ঞ আদালত হবিগঞ্জ সিভিল সার্জনকে এই ব্যক্তির প্রকৃত বয়স নির্ধারন কল্পে মতামত দাখিলের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে সিভিল সার্জন এই ব্যক্তি প্রাপ্ত বয়স্ক বলে তার মতামত দাখিল করেন। কিন্তু আজ রবিবার এই মামলার নির্ধারিত চার্জ গঠনের দিনে আসামী পক্ষ রুবেল মিয়ার বয়স নির্ধারন নিয়ে পুনরায় তারা হাইকোর্টে আপিল করবেন মর্মে বিজ্ঞ আদালতকে অভিহিত করেন। ফলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন সংশ্লিস্ট মামলাটির চার্জ গঠন না করে আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ পুণঃ নির্ধারন করেন। এছাড়া হবিগঞ্জ জেলা কারাগারে আটক সংশ্লিস্ট মামলার আসামী আরজু মিয়ার জামিন প্রার্থনাও নামঞ্জুর করা হয়। অন্যদিকে উক্ত চার শিশু ছাত্র হত্যাকান্ডে ব্যবহৃৃত অটোরিক্সাটি জিন্মায় নেয়া সংক্রান্ত অপর একটি আবেদনও মঞ্জুর করেনি বিজ্ঞ আদালত। শুনানী কালে বিজ্ঞ আদালতে উপস্থিত ছিল এই হত্যাকান্ড মামলার অভিযুক্ত প্রধান হোতা দুর্ধষ লাঠিয়াল সর্দার আব্দুল আলী বাঘাল এবং তার দুই পুত্র যথাক্রমে রুবেল ও জুয়েল মিয়া সহ আরজু মিয়া, সায়েদ আলী। এই মামলার বাদী পক্ষের আইনজীবি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, রুবেলের বয়স নির্ধানের বিষয়টি মূলত বড় নয়, বিচারকার্য বিলম্ব করার জন্যই এমন সময় ক্ষেপনের কৌশল নেয়া হয়েছে। এদিকে আদালতে উপস্থিত নিহত শিশু তাজেলের পিতা কান্না বিজরিত কন্ঠে তার অভিমত প্রকাশ করে বলেন, প্রকৃত আসামীদের ফাঁিস হলে তার মৃত সন্তানের আত্মা শান্তি পাবে। বলাবাহুল্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারী হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, তাজেল, শুভ ও মনির এবং একই গ্রামের মাদ্রাসা ছাত্র ইসমাঈলকে অপহরন করার পর নির্মমভাবে তাদের সকলকেই হত্যা করা হয়। পরে ১৭ ফেব্রুয়ারী তাদের মৃতদেহ স্থানীয় ইসাবিল নামক স্থানে বালুর স্তুপে পুতে রাখে দুর্বৃত্তরা। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার ও তদন্ত শেষে আদালতে ওই আসামীদেরকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে পুলিশ।
×