ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেপালে বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৮, ২৭ আগস্ট ২০১৬

নেপালে বাস  দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

নেপালের মধ্যাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু ও আরও ১৭ জন আহত হয়েছে বলে শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলার নারায়ণগড়-মুগলিং সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। চিতওয়ান জেলা পুলিশের প্রধান কর্মকর্তা বসন্ত বাহাদুর কুমার জানান, যাত্রীবাহী বাসটি বাউতাহাত জেলা থেকে পোখারার দিকে যাচ্ছিল। ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে কালিখোলার কাছে চান্দিভাঞ্জিয়াংয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়ক থেকে গড়িয়ে এটি ১০০ মিটার নিচে ত্রিশুলি নদীতে পড়ে যায়। বাসটিতে চালক ও তার সহকারীসহ মোট ৩৯ জন আরোহী ছিল। দুর্ঘটনার পরপর গ্রামবাসী ও পুলিশ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাসের চালক ও তার সহকারী নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে পুলিশ। নেপালের পার্বত্যাঞ্চলে যানবাহন ও সড়কগুলো নিয়মিত মেরামত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে গিয়ে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছিল।
×