ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেক প্রজাতন্ত্রে মেরকেল হত্যা চেষ্টা ব্যর্থ

প্রকাশিত: ০৪:০৭, ২৭ আগস্ট ২০১৬

চেক প্রজাতন্ত্রে মেরকেল  হত্যা চেষ্টা ব্যর্থ

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলকে হত্যার একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে চেক প্রজাতন্ত্রের পুলিশ। মেরকেল বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে চেক প্রজাতন্ত্রে গেলে ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে পুলিশ। লোকটি মেরকেলের গাড়িবহরের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। ওয়েবসাইট। মেরকেলকে হত্যার একটি চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে চেক প্রজাতন্ত্রের পুলিশ। দেশটির পুলিশ বিভাগের মুখপাত্র জোসেফ বোকানের বরাত দিয়ে মিরর পত্রিকা এ খবর দিয়েছে। তিনি জানান, লোকটির গতিবিধি দেখে পুলিশ সন্দেহ করেছিল যে, সে কোন অপরাধ সংঘটিত করতে পারে। প্রাগের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। চেক প্রধানমন্ত্রী বহুসøাভ সবোতকার সঙ্গে সাক্ষাত করতে মেরকেল চেক প্রজাতন্ত্র সফরে যান। প্রাগে এয়ারপোর্ট থেকে বের হয়ে শহরে যাওয়ার পথে হঠাৎ একটি সন্দেহভাজন কালো মার্সিডিজ নজরে আসে। মার্সিডিজ চালক পুলিশের নিষেধ অমান্য করে গাড়িবহরে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে। মার্সিডিজটি আটকাতে পুলিশকে গুলি ছুড়তে হয়েছিল। গত ১২ মাসে ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার পর এ ঘটনাটি ঘটল। ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে একাধিক সন্ত্রাসী হামলায় শত শত লোক প্রাণ হারিয়েছে। জঙ্গী গ্রুপ আইএস এসব হামলার দায় স্বীকার করেছে। চেক প্রজাতন্ত্র সফরের জন্য মেরকেল সঠিক সময় বেছে নেননি বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন। চেক অনলাইন বার্তা সংস্থা প্রটিপ্রাউডের চীফ এডিটর পেটর হাজেক রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন। ভাতলাভ ক্লস ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত চেক প্রেসিডেন্ট থাকাকালে তার প্রেস সচিব ছিলেন হাজেক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবোতকার প্রতি সমর্থন ব্যক্ত করতে মেরকেল এ সফরে আসছেন। জার্মানিতে সামনেই কয়েকটি আঞ্চলিক ও পার্লামেন্ট নির্বাচন। এমতাবস্থায় মেরকেলের এ সফরকে একটি উস্কানিমূলক কাজ হিসেবে গণ্য করা যায়।’ মেরকেলের অভিবাসন নীতির বিরোধিতা করে হাজেক মনে করেন, এ নীতি ইউরোপে বিপর্যয় ডেকে এনেছে। সবোতকারও অনেকটা মেরকেলের দৃষ্টিভঙ্গি পোষণ করেন। হাজেকের মতে, অধিকাংশ চেক নাগরিক এটি সমর্থন করে না। তিনি পরিষ্কার ভাষায় বলেন, ‘চেক প্রজাতন্ত্রের ৯০ ভাগ লোক উন্মুক্ত দুয়ার অভিবাসন সমর্থন করে না। এ অবস্থায় মেরকেলের চেক সফরকে একটি উস্কানিমূলক কাজ ছাড়া কিছু বলা যায় না।’ সেপ্টেম্বরে জার্মানির মেকলেনবুর্গ-ভোরপমেরন, লোয়ার স্যাক্সনি ও বার্লিনে অনুষ্ঠেয় আঞ্চলিক নির্বাচনে মেরকেল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন। আগামী বছরের শেষের দিকে জার্মানিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।
×