ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আসছে ‘রূপালী প্রান্তর’

প্রকাশিত: ০৬:৫৮, ২৫ আগস্ট ২০১৬

আসছে ‘রূপালী প্রান্তর’

সংস্কৃতি ডেস্ক ॥ শাসন শোষণ নয় একমাত্র ভালবাসাই সমাজে অপরাধপ্রবণতা কমাতে পারে। তাই ভালবাসা ছড়িয়ে দিতে পারলে সমাজে ঘৃণা ও শত্রুতা থাকবে না এবং মানুষের মধ্যে অপরাধপ্রবণতা কমে যাবে। এমন একটি ভাবনার গল্প অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘রূপালী প্রান্তর’। এটিএন বাংলার জন্য নির্মিত ‘রূপালী প্রান্তর’ ধারাবাহিক নাটকটি অচিরেই প্রচার শুরু হচ্ছে। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় নির্মিত নাটকটি রচনা করেছেন রিজওয়ার খান। পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এ উপলক্ষে এটিএন বাংলার স্টুডিওতে নাটকের প্রিমিয়ার শো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) জিএম শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, নাটকের প্রযোজক ও মোহনা অডিও ভিজ্যুয়ালের স্বত্বাধিকারী জামাল উদ্দিন, পরিচালক কায়সার আহমেদ প্রমুখ। ‘রূপালী প্রান্তর’ নাটকের অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্না মজুমদার, শিরিন বকুল প্রমুখ। ‘রূপালী প্রান্তর’ নাটকটির কাহিনী প্রবর্তিত হয়েছে মডেল হান্ট নামে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে। একটি স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ‘ড্রিমল্যান্ড’ এর কর্ণধার শহীদুজ্জামান সেলিম। একটি মাল্টি-ন্যাশনাল প্রসাধন কোম্পানির থেকে নতুন মুখের মডেল নিয়ে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের অর্ডার পায় সে। ‘মডেল হান্ট’ প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক ঝাঁক সুন্দরী রূপালী জগতের ঝলমলে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে ‘মডেলিং’ সম্পর্কে প্রচলিত কুসংস্কার, নেতিবাচক ধ্যান ধারণা ও পারিবারিক বাধা পেরিয়ে এবং কোন কোন ক্ষেত্রে উৎসাহে অনুপ্রাণিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
×