ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশিত: ০০:৪৭, ২৪ আগস্ট ২০১৬

জুলাই মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই ২০১৬ মাসে আয়কর, শুল্ক ও মূসক তিনটি খাতে ৯ হাজার ৫০৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৭২৮ কোটি টাকা। আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ২৩ কোটি টাকা, স্থানীয় পর্যায়ে ভ্যাটে আদায় হয়েছিল ৩ হাজার ১৭৫ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছিল ২ হাজার ৫২৮ কোটি টাকা। প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৯০ শতাংশ। প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা, যা গত অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্যে শুল্ক খাতে ৫৫ হাজার ৬৭০ কোটি, ভ্যাটে ৭৪ হাজার ১১৪ কোটি এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৭৩ হাজার ৩৬৮ কোটি টাকা।
×