ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বোমা তৈরীর সরঞ্জামসহ ২ জেএমবি গ্রেফতার

প্রকাশিত: ২২:৩৭, ২৪ আগস্ট ২০১৬

টাঙ্গাইলে বোমা তৈরীর সরঞ্জামসহ ২ জেএমবি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম, বোমা তৈরীর কৌশলপত্র, চাপাতি ও জিহাদী বইসহ জেএমরির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা ও বল্লভবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মাহবুব আলম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল টাস্ক (এসটিজি) গ্রুপের সদস্যরা কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জেএমবির সদস্য জুয়েল মিয়াকে (২৬) প্রথমে গ্রেফতার করে। সে মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে। গ্রেফতারকৃত জুয়েল মিয়ার দেয়া তথ্য অনুযায়ী রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের আতোয়ারের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ীর ভাড়াটিয়া বগুড়া জেলার শেরপুর থানার বাগরা কলোনী এলাকার জয়নাল আবেদীনের ছেলে জেএমবি সদস্য আবু সাইদ ওরফে সবুজকে (২৪) গ্রেফতার করে। এ সময় তার ঘর থেকে বারুদ, এ্যামুনিয়া, ক্যাপাসিটর, সার্কিটসহ বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম, বোমা তৈরীর বর্ননা সম্বলিত খাতা, ১টি চাপাতি, জিহাদী বই, জেএমবির ট্রেনিং ও বিভিন্ন কার্যক্রমের ভিডিও সম্বলিত মেমোরিকার্ড উদ্ধার করা হয়।
×