ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আবদুল্লাহ আল মামুন স্মরণে শিল্পকলায় ‘চারদিকে যুদ্ধ’

প্রকাশিত: ০৪:২৭, ২১ আগস্ট ২০১৬

আবদুল্লাহ আল মামুন স্মরণে শিল্পকলায় ‘চারদিকে যুদ্ধ’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের বরেণ্য নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। তার স্মরণে বিশেষ কর্মসূচী হাতে নিয়ে নাট্য সংগঠন নাট্যম রেপার্টরি। এ উপলক্ষে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সন্ধ্যা ৭টায় আবদুল্লাহ আল মামুন রচিত ‘চারদিকে যুদ্ধ’ নাটকের মঞ্চায়ন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নাটকের প্রদর্শনী এবং অন্যান্য অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত। আবদুল্লাহ আল মামুন রচিত ‘চারদিকে যুদ্ধ’ নাটকের নির্দেশনা দিয়েছে শুভাশীষ দত্ত তন্ময়। নাটক মঞ্চায়নের আগে আবদুল্লাহ আল মামুনকে নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও নাট্যজন গোলাম সারোয়ারসহ অনেকে। নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে এক অনন্য নাট্যকার-নির্দেশক ও অভিনেতা আবদুল্লাহ আল মামুন। ব্যক্তিগত জীবনে তার হাত ধরে অনেক শিল্পী ও নির্মাতা তৈরী হয়েছে। অথচ তাঁর মৃত্যুর পরে কেউ তাকে সেই ভাবে মনে রাখেনি। তাঁর জন্ম এবং প্রয়াণ দিবসে তাকে নিয়ে ‘থিয়েটার’ ছাড়া আর কোন নাটকের দল কোন আয়োজন করে না। কিন্ত তিনি তো বাংলাদেশের নাট্য সম্পদ ছিলেন। তিনি বাংলাদেশের নাটককে সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাঁর প্রতি প্রয়াণ দিবসে আমরা তাঁর লেখা একটি করে নাটক মঞ্চে আনব। সেই পরিকল্পনায় ‘চারদিকে যুদ্ধ’ নাটকটি মঞ্চে আনছি। তিনি আরও জানান নাটকে নেপথ্যে মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন জুনায়েদ ইউসুফ, আলো মোখলেছুর রহমান এবং শব্দ প্রয়োহ তারক নাথ দাস। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শুভাশীষ দত্ত তন্ময়, মুহাম্মদ কায়সার আলী, রিফাত, উত্তম চক্রবর্তী, অমিতাভ রাজীব, কুদরত কমল, কামরুজ্জামান মিঠু, সোহানুর রহমান সোহাগ, নিবির রহমান, তারক নাথ দাস, মোস্তফা কামাল মুরাদ, শাহাদাত হোসেন শাহেদ, লিটা খান ও তাহমিনা খাতুন। প্রসঙ্গত, ২০০৮ সালের আজকের দিনে ঢাকার বারডেম হাসাতালে আবদুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করেন।
×