ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বদলে যাবে হাজারীবাগের চিত্র

প্রকাশিত: ০৫:৫৭, ২০ আগস্ট ২০১৬

বদলে যাবে হাজারীবাগের চিত্র

বদলে যাবে রাজধানীর হাজারীবাগের চিত্র। ট্যানারির বর্জ্য, দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর এলাকা হিসেবে পরিচিত হাজারীবাগ পরিণত হবে পরিকল্পিত সাজানো-গোছানো পরিপূর্ণ এক আবাসিক এলাকায়। এরই মধ্যে এই এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সব ধরনের নির্মাণ কাজের ওপর। বন্ধ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া ও নবায়ন। চামড়ার কারখানা সাভারে স্থানান্তরের পরপরই শুরু হবে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কী থাকছে সেই পরিকল্পনায়? সত্তরের দশক থেকে একটু একটু করে গড়ে ওঠে হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু তখন কি কেউ জানত, শিল্প বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দূষণ? বসবাসের জায়গা হয়ে উঠবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? দেরিতে হলেও টনক নড়েছে। সাভারে স্থানান্তরের কাজ শুরু হয়েছে ট্যানারি শিল্প। এ প্রক্রিয়া শেষেই শুরু হবে পুরো এলাকার পুনর্গঠন কাজ। ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী, অপসারিত কারখানার জায়গায় শিক্ষা কেন্দ্র এবং আবাসিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য নেয়া হয়েছে ভূমি ব্যবহার পরিকল্পনা। উদ্ধার করা হবে দখল হওয়া খাল, বন্ধ হবে নদী দূষণ। আর প্রধান সড়কের পাশে গড়ে তোলা হবে ক্ষুদ্র শিল্প। Ñস্টাফ রিপোর্টার
×