ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, বাড়িঘর ছেড়েছে বাসিন্দারা

প্রকাশিত: ০৪:০১, ১৮ আগস্ট ২০১৬

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, বাড়িঘর ছেড়েছে বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস রাজ্যের পূর্বাঞ্চলে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে মঙ্গলবার ৮২ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার গবর্নর জরুরী অবস্থা জারি করেছেন। ইনসিওয়েব ইনফরমেশন সাইট জানিয়েছে, প্রায় ৩৪ হাজার ৫০০ ভবন দাবানলের ঝুঁকির মধ্যে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাজন পাস নামের ওই গিরিপথ এলাকাটিতে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ৭০০ দমকল কর্মী লড়াই চালিয়ে যাচ্ছেন। আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে কারণ এর পেছনে বাতাস রয়েছে, বলেন যুক্তরাষ্ট্র বনবিভাগের মুখপাত্র লিন সিলিয়েত। যুক্তরাষ্ট্রের খরা-কবলিত পশ্চিমাঞ্চলে ধারাবাহিকভাবে দাবানলের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ওই এলাকার প্রায় তিন লাখ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস এ্যাঞ্জেলেস থেকে প্রতিবেশী অঙ্গরাজ্য নেভাদার লাস ভেগাসগামী প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের পশ্চিম দিকের ঘন ঝোঁপঝাড়ে দাবানলের সূত্রপাত্র হয়। এতে কর্তৃপক্ষ মহাসড়কটির একপাশের কয়েকটি লেন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। -এএফপি
×