ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনন্য উচ্চতায় ব্রিটেনের ট্রট

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৬

অনন্য উচ্চতায় ব্রিটেনের ট্রট

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লরা ট্রট। ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে অলিম্পিকে ৪ স্বর্ণপদক জয়ের কীর্তি গড়লেন তিনি। রিও অলিম্পিকের অষ্টম দিনে সাইক্লিংয়ের দলগত ইভেন্টে ব্রিটেনকে স্বর্ণ উপহার দিলেন লরা ট্রট। এদিন ৪ মিনিট ১০.২৬ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে স্বর্ণ জয়ের স্বাদ পান তারা। চার বছর আগে অলিম্পিকের আয়োজন করেছিল লন্ডন। সেবারও সাইক্লিংয়ের দলগত ইভেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছিল ইংল্যান্ডের মেয়েরা। এবার রিও অলিম্পিকেও স্বর্ণপদক ধরে রাখলেন তারা। তবে লন্ডনের চেয়ে রিওর স্বর্ণপদক জয়টাকে অনেক কষ্টসাধ্য বিষয় বলে মন্তব্য করেছেন লরা ট্রট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চার বছর আগেও আমি স্বর্ণপদক জিতেছিলাম কিন্তু এবারের লড়াইটা ছিল অনেক কষ্টের। কেননা গত দুই বছর আমাদের সবার সময়টা ভাল কাটেনি। কিন্তু তারপরও একত্রে নিজেদের সেরাটা মেলে দিতে পেরেই আনন্দিত আমরা।’ সাইক্লিংয়ের দলগত এই ইভেন্টে লরা ট্রটের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন জোয়ানা রোসেল-শ্যান্ড, এলিনোর বারকার এবং কেটি আর্চিবাল্ড। তবে ২৪ বছর বয়সী লরা ট্রট এখানেই থেমে থাকতে নারাজ। কেননা মঙ্গলবার যে আরও একটি স্বর্ণপদক জয়ের প্রতিযোগিতায় নামবেন তিনি। তাই তো ট্রটের সহজ উত্তর, ‘এখনই গর্বিত হতে চাই না আমি।’ অলিম্পিকে ব্রিটেনের পুরুষ সাইক্লিং দলও বাজিমাত করেছে। শুক্রবার সাইক্লিংয়ের ৪০০কিমি. রেসে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রেট ব্রিটেনের পুরুষ দল। যেখানে নতুন এক কীর্তি গড়েন দেশের তারকা সাইক্লিস্ট ব্র্যাডলি উইগিনস। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৮ অলিম্পিক পদক জয়ের রেকর্ডও গড়েন তিনি। যার পাঁচটি স্বর্ণপদক। তবে স্বর্ণপদক জয়ের তালিকায় এখন পর্যন্ত সবার উপরে অবস্থান ইংল্যান্ডের স্যার ক্রিস হয় এর। তার জেতা স্বর্ণপদক হলো ছয়টি। এখন ক্রিস হয়ের রেকর্ডে দৃষ্টি দিচ্ছেন লরা ট্রট। কেননা রিওতেই এখনও তার স্বর্ণপদক জয়ের সুযোগ রয়েছে। তাছাড়া তার বয়স মাত্র ২৪। যে কারণে ২০২০ সালে টোকিও অলিম্পিকেও খেলার সম্ভাবনা রয়েছে তার। ট্রট ছাড়াও রিও অলিম্পিকের অষ্টম দিনে স্বর্ণপদক জিতেছেন মোঃ ফারাহ। রোয়িংয়েও স্বর্ণপদক জিতেছে ব্রিটেন। সেই সঙ্গে পদক তালিকাতেও দাপট দেখাচ্ছে তারা। অষ্টম দিন পর্যন্ত ১০ স্বর্ণ, ১৩ রৌপ্য এবং ৭ ব্রোঞ্জসহ মোট ৩০ পদক নিয়ে তিন নাম্বারে অবস্থান করছে ব্রিটেন। তবে ২৪ স্বর্ণসহ মোট ৬০ পদক নিয়ে সবার উপরে যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র। দুইয়ে আছে এশিয়ার পরাশক্তি চীন।
×