ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সভাপতি মামুনুর রশীদ ॥ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন

প্রকাশিত: ০৬:৫০, ১৪ আগস্ট ২০১৬

সভাপতি মামুনুর রশীদ ॥ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মামুনুর রশীদকে সভাপতি এবং মনোয়ার হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এবারের নির্বাচনে ২৭টি পদের কোনটিতেই প্রতিদ্বন্দ্বী ছিল না! তাইআনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ সদস্যের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক। তিন সদস্যের নির্বাচন কমিশনে আরও ছিলেন মান্নান হীরা এবং শর্মিলী আহমেদ। সংগঠনটির আগের কমিটিতেও সভাপতি ছিলেন মামুনুর রশীদ। পুনরায় নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণশৈলীকে আরও গতিশীল করতে এতে পেশাদারি রূপ আনাসহ টিভি চ্যানেলের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণসহ নানা ধরনের কাজ করে এই সংগঠনকে আরও গতিশীল করতে চাই। আগের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন তারিক আনাম খান। এবার এ দায়িত্ব পেয়েছেন মনোয়ার হোসেন পাঠান। তিনি বলেন, ‘প্রযোজক, পরিচালক, নাট্যকার, শিল্পী, কলাকুশলী ও টেলিভিশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই একত্রিত হয়ে টেলিভিশন অনুষ্ঠানকে আরও গতিশীল করতে হবে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি-মামুনুর রশীদ, সহ-সভাপতি-মোহন খান, এম এনায়েত উল্লাাহ পাটোয়ারী ও মাহবুবা শাহরীন তায়েব মিতু, সাধারণ সম্পাদক-মনোয়ার হোসেন পাঠান, সহ-সাধারণ সম্পাদক-সাজ্জাদ হোসেন দোদুল ও অরণ্য আনোয়ার, সাংগঠনিক সম্পাদক-রফিক উল্লাহ সেলিম, অর্থ সম্পাদক-মুজিবুর রহমান মুজিব, দফতর সম্পাদক-রেজাউল হক রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আনজাম মাসুদ, আইনবিষয়ক সম্পাদক-তারেখ মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-এ কে আজাদ, আর্কাইভ বিষয়ক সম্পাদক-জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-আনসারুল আলম লিংকন, শিক্ষা ও গবেষণা সম্পাদক-জহির আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন মাহফুজ আহমেদ, শাকুর মজিদ, মাজহারুল ইসলাম, শাহরিয়ার শাকিল, আলী বশির, বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকী, মোজাহের উদ্দিন চৌধুরী কমল, মুনতাসির মামুন সাজু, আরশাদ আদনান।
×