ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে সিরিজ বোমা হামলা সেনাবাহিনীর জন্য বড় আঘাত

প্রকাশিত: ০৬:১৯, ১৪ আগস্ট ২০১৬

থাইল্যান্ডে সিরিজ বোমা হামলা সেনাবাহিনীর জন্য বড় আঘাত

থাইল্যান্ডে বৃহস্পতি ও শুক্রবার পরপর সংঘটিত বোমা হামলার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই হীন আক্রমণের জন্য দায়ী কারা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। হামলায় সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত। জান্তা প্রধান ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বলেছেন, সংশোধিত সংবিধানের বিরোধীরাই হামলার নেপথ্যে থাকতে পারে। প্রায়ুথ চান ওচা বলেন, হামলার জন্য দায়ী সেই সব ‘মন্দলোক’ যারা সংবিধান সংশোধনের বিপক্ষে ছিল। জান্তা সংশোধিত নতুন সংবিধান প্রশ্নে গত রবিবার থাইল্যান্ডে গণভোট হয়। এতে সংবিধান সংশোধনের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পাঁচটি প্রদেশে পরপর চালানো ওই হামলায় চার থাই নাগরিক নিহত ও প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে অনেক বিদেশীও ছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, বেশি সংখ্যায় মানুষ হত্যা করা এসব হামলার লক্ষ্য ছিল না, বরং এর লক্ষ্য ছিল অর্থনীতি। -এএফপি ও নিউইয়র্ক টাইমস শহরের একমাত্র বাসিন্দা... যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার কাছের একটি শহর মনোয়ি। শহরটি ১৯০২ সালে গড়ে ওঠে। যদিও ১৯৩০ সালের দিকে সেখানকার জনসংখ্যা ছিল মাত্র ১৫০। চাকরির সন্ধানে এলাকাটির লোকজন বিভিন্ন জায়গায় পাড়ি জমাতে শুরু করলে শহরটির জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। ২০০৪ সালের পর সেখানকার একমাত্র বাসিন্দা হলেন এলসি। শহরটিতে একটি বার, লাইব্রেরি রয়েছে। তবে বারের মালিক ও ক্রেতা একজনই। -এমিউজিং প্ল্যানেট মেসেঞ্জারে ওবামা! ইচ্ছা করলেই এখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ পাঠানো যাবে। এজন্য হোয়াইট হাউসের ফেসবুক পেজে গিয়ে মেসেজ আইকনে হিট করলেই ওবামার সঙ্গে যোগাযোগ করা যাবে। মার্কিন প্রেসিডেন্ট দিনে হাতে লেখা বা ইমেইলের ১০টি চিঠি পড়েন। গতবছর মে মাসে টুইটারে যোগ দেন ওবামা। - সিএনবিসি
×