ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সির্তে আইএসের সদর দফতর লিবীয় বাহিনীর নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৫:৪৫, ১২ আগস্ট ২০১৬

সির্তে আইএসের সদর দফতর লিবীয় বাহিনীর  নিয়ন্ত্রণে

সির্তের ইসলামিক স্টেটের (আইএস) সদরদফতর দখলে নেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত লিবিয়ার আধা সামরিক বাহিনী। জাতিসংঘের সমর্থনপুষ্ট লিবিয়ার জাতীয় সরকারের প্রতি অনুগত বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘সম্মেলন কেন্দ্র এখন আমাদের হাতে।’ খবর বিবিসির। লিবিয়ায় সির্তে শহরটি ছিল ভূমধ্যসাগরের কাছে আইএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটি। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে শহরটি আইএসের দখলে ছিল। সরকারপন্থী বাহিনী জানিয়েছে, আইএসের জঙ্গীরা এখন শহরটির তিনটি আবাসিক এলাকা এবং সমুদ্রের কাছে একটি কমপ্লেক্সে অবস্থান নিয়ে আছে
×