ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বন্ড সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রি

প্রকাশিত: ০৬:০০, ৮ আগস্ট ২০১৬

বন্ড সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রি

বন্ড সুবিধায় আনা কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে ১৭ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম লিবার্টি এক্সেসরিজ। বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সরেজমিন কারখানা পরিদর্শন করে বন্ডের পণ্য খোলা বাজারে বিক্রির প্রমাণ পান। অধিদফতরের উপ-পরিচালক এসএম শামীমুর রহমান জানান, লিবার্টি এক্সেসরিজের কারখানা পরিদর্শন করে ১ হাজার ৫শ’ মেট্রিক টন প্লাস্টিক দানা কম পাওয়া যায়। বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা এ পণ্য খোলা বাজারে ছেড়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। নিয়মানুযায়ী বন্ড সুবিধায় আনা পণ্যে তৈরি করা পণ্য পুনরায় বিদেশে রফতানি করতে হয়। কাস্টম সূত্রে জানা যায়, লিবার্টি এক্সেসরিজ নামের এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে।-Ñস্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×