ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভীমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৪, ৮ আগস্ট ২০১৬

ভীমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় ভীমরুলের কামড়ে একই পরিবারের ৩ বোনের মৃত্যু হয়েছে। শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে দুই ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। জানা যায়, শনিবার বিকেলে আরাজি লস্করপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে হাদিসা (৬) ও ফারজানা (৩) বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগানের পাশে খেলা করছিল। এ সময় জোরে বাতাস বইতে শুরু করলে একটি বাঁশ সেখানে ভীমরুলের চাকে আঘাত করে। এতে চাক ভেঙ্গে ভীমরুল ছুটে এসে তাদের ওপর চড়াও হয়। তাদের চিৎকারে মা রহিমা খাতুন তার ৮ মাসের শিশুকন্যা মীমকে নিয়ে বাইরে এলে, ভীমরুল তাদেরও ছেঁকে ধরে। গুরুতর আহত অবস্থায় তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাদিসা ও ফারজানার মৃত্যু হয়। মা রহিমা খাতুন ও মীমকে উন্নত চিকিৎসার জন্য রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মীমের মৃত্যু হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মা রহিমার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্র জানায়।
×