ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ

প্রকাশিত: ০৩:৪৮, ৮ আগস্ট ২০১৬

অর্থ সঙ্কটে পড়তে  যাচ্ছে মধ্যপ্রাচ্যের  কয়েকটি দেশ

তেলের দাম কমে যাওয়ায় আগামী পাঁচ বছর বা তারও কম সময়ের মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। আইএমএফ প্রকাশিত একটি চার্ট দেখিয়েছে, ওই সময়ের মধ্যে এসব দেশ অর্থশূন্য হয়ে পড়তে পারে। খবর ওয়েবসাইটের। এসব দেশের মধে সৌদি আরব, ইরান, ইরাক, বাহরাইন, লিবিয়া, আলজিরিয়া, ওমান ও ইয়েমেন বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অর্থনীতি এক সময় পুরোপুরি তেলনির্ভর ছিল। কিন্তু এক বছরে তেলের মূল্য কমে অর্ধেক হয়ে যাওয়ার পর দেশগুলো তেলনির্ভর অর্থনীতি থেকে সরে এসেছে।
×