ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মগবাজার ফ্লাইওভারে অর্থায়ন দিচ্ছে সৌদি

প্রকাশিত: ০৬:৩০, ৭ আগস্ট ২০১৬

মগবাজার ফ্লাইওভারে  অর্থায়ন দিচ্ছে সৌদি

সৌদি আরব রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে আরও দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে। এর আগে এই প্রকল্পের জন্য ৫ কোটি ৩৩ লাখ ডলার ঋণ দেয় দেশটি। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে এ ঋণ দেয়া হচ্ছে। ফ্লাইওভারের তেজগাঁও-পান্থপথ লিংক রোডে এফডিসি গেটের পরিবর্তে সোনারগাঁও হোটেল পর্যন্ত বর্ধিত ৪৫০ মিটার নির্মাণে সৌদি আরবের নতুন করে দেয়া এই ঋণের অর্থ ব্যয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের মধ্যে নতুন এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমদ এ আলঘানাম চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×