ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিশার ‘কাম ব্যাক তমিশ্রা’

প্রকাশিত: ০৩:৫৬, ৭ আগস্ট ২০১৬

তিশার ‘কাম ব্যাক তমিশ্রা’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কাম ব্যাক তমিশ্রা’। হাবিব জাকারিয়া উল্লাস রচিত নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকের প্রধান চরিতে অভিনয় করেছেন তিশা ও নিশো। ঢাকার বাইরে ও উত্তরায় নাটকটির শূটিং হয়েছে। নাটকে দেখা যাবে- বছরখানেক আগে এ্যাক্সিডেন্টে মৃত প্রেমিকা তমিশ্রার স্মৃতিঘোরে ডুবে আছে আরফান নিশো, বেঁচে থেকেও যেন সে মৃত। এমন সময় হঠাৎ তিশার আবির্ভাব। সে বলে, আমিই তমিশ্রা। এটা কিভাবে সম্ভব! বাস্তব-অবাস্তবের উদ্ভট জটিলতায় পড়ে যায় নিশো। কারণ, লুক-আচরণ-আবেগ-বাসা-ফোন নম্বর-ফেসবুক এ্যাকাউন্ট সবকিছু প্রমাণ করছে এটাই তমিশ্রা। কিন্তু নিশো মানতে রাজি নয়। সে বলে, তমিশ্রা মৃত। অথচ পরিবার-বন্ধুরা সবাই বলছে এটাই তমিশ্রা। তারা ভাবছে নিশো সাইকোপেশেন্ট হয়ে যাচ্ছে, এমনকি নিশোও।
×