ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফেসবুক প্রতারণা বন্ধ

প্রকাশিত: ০৩:৫৩, ৭ আগস্ট ২০১৬

ফেসবুক প্রতারণা বন্ধ

ফেসবুক নতুন নিউজ ফিড ফর্মুলা হালনাগাদ করেছে। যাতে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় বা অতিরঞ্জিত শিরোনাম দিয়ে প্রলুব্ধ করা শিরোনাম বাদ দেয়া হয়েছে। ফেসবুক গবেষক ক্রিস্টিন হেনড্রিক্স ও এ্যালেক্স পেজাকোভিচ এক ব্লগ পোস্টে জানিয়েছে, ফেসবুকের নিউজ ফিডে পরিবর্তন আনার লক্ষ্য হচ্ছে আকর্ষণীয় ও অতিরঞ্জিত শিরোনাম দিয়ে পাঠককে ভুল জায়গায় নিয়ে যাওয়া এবং আরও বিস্তারিত জানার জন্য লিংকে ক্লিক করতে বলা পোস্টগুলোকে সরিয়ে ফেলা। - এএফপি ভূমধ্যসাগরে শরণার্থীদের উদ্ধারে ছোট জাহাজের বড় ভূমিকা ভূমধ্যসাগরে শরণার্থীদের বাঁচাতে ছোট উদ্ধারকারী জাহাজগুলো বড় ভূমিকা রাখছে। জাহাজগুলো বিভিন্ন সময়ে সাগরে ডুবতে বসা বিভিন্ন নৌকা থেকে শরণার্থীদের উদ্ধার করেছে এবং এখনও তা অব্যাহত রেখেছে। দুই বছর আগে ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলের কাছে বেশ কয়েকটি নৌকা থেকে শরণার্থীদের উদ্ধারে সামরিক অভিযানে অংশ নিয়েছিল এ ধরনেরই একটি ছোট বেসরকারি জাহাজ। আর এখন এ কাজে জড়িত রয়েছে প্রায় ১২টির মতো জাহাজ। এগুলো ২০ শতাংশ জীবন রক্ষাকারী মিশনে অংশ নিচ্ছে। খবর এএফপির। মাল্টা ভিত্তিক ইতালীয় ও আমেরিকান দম্পতি ক্রিস্টোফার ও রেজিনা ক্যাটরাবোন প্রথম এ পদক্ষেপ নেন। ২০১৩ সালের অক্টোবরে ল্যামপেডুসা দ্বীপের অদূরে জাহাজডুবি দেখে তারা ভীত হয়ে পড়েছিলেন। ওই জাহাজ ডুবিতে ৩৬৫ জনের প্রাণহানি ঘটে। এরপর ২০১৪ সালে ওই দম্পতির মাইগ্রান্ট অফশোর এইড স্টেশন (এমওএএস) এ্যাসোসিয়েশন সহযোগিতায় ‘ফিনিক্স’ নামে ৪০ মিটার দৈর্ঘ্যরে একটি মাছ ধরার জাহাজ দিয়ে এই উদ্ধার কাজ শুরু করেন। এরপর এটি পরিচালনা করে ইতালির নৌবাহিনী ও কোস্টগার্ড।
×