ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

তিন দফায় ৫৬ ব্যাংকের সঙ্গে বৈঠক করল বাংলাদেশ ব্যাংক

ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ

প্রকাশিত: ০৬:২০, ৪ আগস্ট ২০১৬

ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ। একইভাবে বেপরোয়া সার্ভিস চার্জের লাগাম টানা হচ্ছে। চলতি মাসে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সার্কুলার জারি করা হবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে বুধবার তৃতীয় দফায় দেশে কার্যরত ২৬টি সরকারী-বেসরকারী বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। বৈঠকে সভাপতিত্ব করেন এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। এ সময় ২৬ ব্যাংকের এসএমই বিভাগের প্রতিনিধিসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার বৈঠকে অংশ নেয়া ব্যাংকগুলোর মধ্যে- এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, হাবিব, সিটি ব্যাংক এনএ, পূবালী, রূপালী, প্রাইম, প্রিমিয়ার, ইউসিবিএল, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, উত্তরা, ইসলামী, শাহজালাল ইসলামী, সোস্যাল ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি। এর আগে দুই দফায় ৩০ ব্যাংকের সঙ্গের বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ। এতে ঋণের উচ্চ সুদহার ও বেপরোয়া সার্ভিজ চার্জ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মতামত জানতে চাওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে উচ্চ সুদ রাখছে ব্যাংকগুলো। বিভিন্ন সময় নানান দিকনির্দেশনা দেয়ার পরও তা থামছে না। পাশাপাশি প্রায় ১৪ রকমের সার্ভিস চার্জ কাটা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ রকমের সার্ভিস চার্জের পরিবর্তে এখন থেকে ৬ রকমের সার্ভিস চার্জ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কস্ট অব বোরোয়িং বা ঋণ বিতরণের খরচের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নেয়া যাবে। এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নতুন চেয়ারম্যান এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি ব্যাংকের পরিচালক নূরুন নেওয়াজ সেলিম পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নূরুন নেওয়াজ সেলিম দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি চার মেয়াদে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান এবং বিগত মেয়াদে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেলিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।-বিজ্ঞপ্তি। কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সম্প্রতি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোং লিঃ এর অর্ধবার্ষিক সম্মেলন-২০১৬ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাফিজউল্লাহর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে এবং উর্ধতন কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানির প্রথম ৬ মাসের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় বিষয়ে আলোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।-বিজ্ঞপ্তি।
×