ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে ॥ যুদ্ধে নিহতদের পরিবার

প্রকাশিত: ০৬:১৫, ৪ আগস্ট ২০১৬

ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে ॥ যুদ্ধে নিহতদের পরিবার

যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের একদল পরিবার পাকিস্তানী বংশোদ্ভূত নিহত মুসলিম সৈন্যের মা-বাবার প্রতি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বিরোধী মন্তব্যের নিন্দা করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সে জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন। এদিকে ইরাক যুদ্ধে নিহত ওই পদকপ্রাপ্ত মুসলিম আর্মি ক্যাপ্টেনের মা-বাবা ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদ থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন। তারা ডেমোক্র্যাটিক কনভেনশনে ট্রাম্প সম্পর্কে মন্তব্য করার পর এ বিরোধ দেখা দেয়। খবর পিটিআই ও ইয়াহু নিউজের। ১১টি ‘গোল্ড স্টার’ পরিবারের ওই গ্রুপ ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বলেছে, খান পরিবার সম্পর্কে আপনার সাম্প্রতিক মন্তব্যগুলো আপত্তিকর ও আমাদেরকে ব্যক্তিগতভাবে আঘাত করার শামিল। যুদ্ধে কোন সদস্য হারিয়েছিল এমন কয়েকটি পরিবার দিয়ে গ্রুপটি গঠিত খান পরিবারের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান বিরোধকে কেন্দ্র করে সমালোচনা দানা বেঁধে উঠতে থাকার মধ্যে চিঠিটি সোমবার ভোটভেট অর্গ ওয়েবসাইটে প্রকাশিত হয়। সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন! দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং দাবি করেছে, তাদের গ্যালাক্সি নোট ৭ বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন। এটিকে বুদ্ধিমান বলার কারণ হচ্ছে, ফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার এক অনুষ্ঠানে গ্যালাক্সি নোট ৭ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। ১৯ আগস্ট থেকে নীল, সোনালি, ধূসর ও কালো রঙে এটি বাজারে পাওয়া যাবে।- এএফপি স্ত্রী যখন রানিং মেট নিজের স্ত্রীকেই রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। তিনি নবেম্বরে তৃতীয়বারের মতো জন্য নির্বাচনে লড়বেন। ফার্স্ট লেডি রোসারিও মুরিলো এতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন পেয়েছেন। সাত সন্তানের জননী রোসারিও দেশটির সরকারের প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। প্রায় প্রতিদিনই কোন না কোন চ্যানেলে তাকে দেখা যায়। একজন কবি হিসেবেও তার পরিচিতি রয়েছে। - ডেইলি মেইল
×