ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুলিশ নজরদারিতে ছিল ফ্রান্সে যাজক হত্যাকারী

প্রকাশিত: ০৪:০২, ২৮ জুলাই ২০১৬

পুলিশ নজরদারিতে ছিল ফ্রান্সে যাজক হত্যাকারী

ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি গির্জার যাজকের সন্দেহভাজন হত্যাকারীদের একজন পুলিশের নজরদারিতে ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফ্রাঁসোইস মোলিন্স বলেন, গত বছর আদেল কার্মিচে (১৯) নামের ওই হামলাকারী সিরিয়ায় পৌঁছানোর চেষ্টা করলে দু’দফা তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপির। তদন্তকারী দলের সূত্রে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে এর আগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাকে কারাগারেও আটকে রাখা হয়েছিল। জামিনে মুক্তির পর তাকে একটি ইলেকট্রনিক পর্যবেক্ষণ ব্রেসলেট পরতে হয়েছিল যেন পুলিশ যে কোন সময়েই তার অবস্থান জানতে পারে। কার্মিচে ও অপর এক হামলাকারী সাঁত-এতিয়ান-দু-রুভ্রের ওই গির্জায় হামলা চালায়। সকালের প্রার্থনা চলাকালে হামলাটি চালানো হয়। সাঁত-এতিয়ান-দু-রুভ্রে রুয়েনের একটি উপশহর। ৮৪ বছর বয়সী ওই যাজকের গলা কেটে হত্যা করা হয়। পরে পুলিশের গুলিতে উভয় হামলাকারী নিহত হয়। মলিন্স জানান, যে চারজনকে জিম্মি করা হয়েছিল তাদের একজনের দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ক্যাথলিক চার্চটিতে হামলার সময় হামলাকারীরা এ্যালুমিনিয়াম বাক্সের মধ্যে একটি নকল বিস্ফোরক ও অস্ত্র বহন করছিল। তারা ফাদার জ্যাকস হামেলকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় প্রার্থনারতদের মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ জিম্মি উদ্ধারে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি কমান্ডো দল পাঠায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, হত্যাযজ্ঞ চালানোর আগে হামলাকারীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এর আগে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা এই হামলার দায়িত্ব স্বীকার করে জানায়, সংগঠনটির ‘সৈন্যরা’ এ হামলা চালিয়েছে। লাভা পড়ছে মহাসাগরে হাওয়াই দ্বীপের কিলুয়ে আগ্নেয়গিরির ফাটল চুইয়ে গলিত লাভা পড়ছে প্রশান্ত মহাসাগরে। ইউএসজিএস হাওয়াইওয়ান ভলকানো অবজারভেটরি মঙ্গলবার এ খবর দিয়েছে। হাওয়াইন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিগ আইল্যান্ডের উপকূল ঘেঁষে প্রশান্ত মহাসাগরে ২ হাজার ডিগ্রী সেলসিয়াস উত্তপ্ত লাভা পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে জমে শক্ত হয়ে যাচ্ছে। মে মাসের শেষের দিকে সেখানে লাভা বেরনো শুরু হলেও এখন সেটি সাগরের সংস্পর্শে এসেছে। -হাফ পোস্ট লটারিতে মিলল দ্বীপ একেই বলে ভাগ্য ! অস্ট্রেলিয়ার এক ব্যক্তি অনলাইন লটারিতে জিতে পেয়ে গেলেন একটি দ্বীপ। মাইক্রোনেশিয়ায় অবস্থিত দ্বীপটির নাম কোসরে। গ্রেট ব্যারিয়ার রিফের কাছে অবস্থিত হওয়ায় দ্বীপটি পর্যটন গুরুত্ব রয়েছে। ওই দ্বীপসহ কিছু সম্পত্তি বিক্রির জন্য অনলাইনের নিলাম ডাকা হয়েছিল। অস্ট্রেলিয়ার ডাফ ও স্যালি বেইজ দম্পতি মাত্র ৪৯ অস্ট্রেলীয় ডলারেই সেটি পেয়ে গেলেন। -টেলিগ্রাফ
×