ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশ

প্রকাশিত: ২২:১৬, ২৬ জুলাই ২০১৬

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার ভেলাজান কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন । সভায় প্রধান অতিথি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে হবে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা দেশ ও জাতির শত্র“। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সদর থানার ওসি মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে চিলারং ইউনিয়ন বিএনপির সভাপদি আব্দুস সামাদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
×