ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানী দৈনিক ডেইলি টাইমসের সম্পাদকীয়

‘কাশ্মীর ইস্যুতে নওয়াজ কল্পনার রাজ্যে রয়েছেন’

প্রকাশিত: ০৪:০১, ২৬ জুলাই ২০১৬

‘কাশ্মীর ইস্যুতে নওয়াজ কল্পনার রাজ্যে  রয়েছেন’

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাশ্মীর অধিগ্রহণ কল্পনাপ্রবণ ভাবনা। এর জেরে পাকিস্তান ও কাশ্মীরের বাসিন্দন্দর বিপদ বাড়বে বই কমবে না। প্রধানমন্ত্রীর সমালোচনা করে রবিবার এমনই মন্তব্য করা হয়েছে পাকিস্তানের দৈনিক ‘ডেইলি টাইমস’র সম্পাদকীয়তে। খবর এই সময় ও ওয়েবসাইটের। কাশ্মীর কবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, তারই অপেক্ষায় দিন গুনছি, নওয়াজের এমন বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, ভোট পাওয়ার জন্য অবাস্তব দাবি এবং জনতার আবেগ উস্কে দেয়া মন্তব্য করার অভ্যাস তৈরি করে ফেলেছেন পাকিস্তানের রাজনৈতিক নেতারা। কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার কথা বলা সহজ, কিন্তু কেউ জানে না তা কী করে সম্ভব। নিবন্ধে আরও বলা হয়েছে, সরকারীভাবে কাশ্মীরের মানুষের স্বাধীনতার দাবির প্রতি নৈতিক সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। প্রতি স্তরে তাদের সপক্ষে দাবি জানাতে প্রস্তুত পাকিস্তান। এই সিদ্ধান্ত সঠিক হলেও কোন স্পষ্ট সরকারী নীতি ছাড়া কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার কথা বলা অনুচিত। সেই উক্দি করে প্রধানমন্ত্রী ভারতীয় কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েছে। যার ফলে পাকিস্তান ও কাশ্মীরের অধিবাসীদের জন্য অযথা বিপদ ডেকে আনতে পারে। সম্পাদকীয়তে স্পষ্ট জানানো হয়েছে, জমি দখলের চিন্তাভাবনা ছেড়ে পাকিস্তান সরকারের উচিত অধিকৃত কাশ্মীরকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা। যাতে সেখানকার বাসিন্দারা সুখী হন। নিবন্ধে আরও উল্লেখ করা হয়েছে, গত ৬৭ বছরে পাক অধিকৃত কাশ্মীরে সুশাসন দিতে ব্যর্থ সরকার। যুদ্ধ অথবা আলোচনা, এই দুটির কোন একটি পথে কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে বলে সম্পাদকীয় প্রতিবেদনটিতে লেখা হয়েছে।
×