ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরণখোলায় ইউনোসেফের বরাদ্দ লাখ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ

প্রকাশিত: ২২:৩১, ২৪ জুলাই ২০১৬

শরণখোলায় ইউনোসেফের বরাদ্দ লাখ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় বিদ্যালয় উন্নয়নের জন্য দাতা সংস্থা ইউনোসেফের বরাদ্দ কৃত লাখ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত টাকায় উপকরন ক্রয় করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার সরকারী নির্দেশনা থাকলেও তা যথাযথ হচ্ছে না। জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সম্মিলিত উদ্যেগের ফলে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য শরণখোলা উপজেলার ৫ নং আমড়াগাছিয়া, ৭ নং রাজাপুর, ২২ নং লাকুড়তলা, ২৪ নং তাফালবাড়ী, ২৫ নং এস, বি তাফালবাড়ী, ৪৮ নং মধ্য সাউথখালী, ৪৭ নং দক্ষিণ আমড়াগাছিয়া, ৫৯ নং তালতলি উল্লাশি, ২ নং ধানসাগর নলবুনিয়া, ১৩ নং খোন্তাকাটা, ২০ নং পূর্ব খাদা, ৩১ নং টি, টি, এন্ড, ডি ,সি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে টাকার চেক দেয়া হয়। উদ্দেশ্য কোমলমতি শিক্ষার্থীদের স্কুলমুখী করার পাশাপাশি শিশু শ্রেণীকক্ষ সাজানো এবং বিনোদনের ব্যবস্থা করা। কিন্তু সেই সকল সরকারী নির্দেশনা উপেক্ষা করে ইচ্ছা মাফিক নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউনোসেফের শরণখোলা উপজেলা সমন্বয়কারী সুজন বালা জানান, বরাদ্দকৃত টাকা দিয়ে যে সকল কাজ করার নিয়ম রয়েছে তার তেমন কিছু হয়নি। বরাদ্দকৃত টাকা প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইচ্ছা মাফিক খরচ করছেন। এছাড়া ২/১ একটি বিদ্যালয় সামান্য কাজ করলেও অধিকাংশ বিদ্যালয় এখনও কাজ শুরু করেনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। যার ফলে সম্প্রতি নির্বাহী অফিসের এক সভায় শিক্ষকরা পুরো কাজ করে দিবেন মর্মে ইউএনও স্যারকে নিশ্চয়তা দিয়েছেন। সেজন্য ওই শিক্ষকদেরকে কিছু সময় দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানগণ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার জানান, বিষয়টি কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে, অভিযোগ প্রমানিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
×