ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৩:৪০, ২৪ জুলাই ২০১৬

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫টি কোম্পানি ও দুই মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ২ লাখ ৮৭ হাজার ১৭টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩ লাখ টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে মালেক স্পিনিং লিমিটেড। এই কোম্পানি ৩৬ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৭৪ লাখ টাকা। ম্যাকসন স্পিনিং ২৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি মোট ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও এনভয় টেক্সটাইল ১০ লাখ শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, ন্যাশনাল পলিমার, তিতাস গ্যাস, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, জনতা ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
×