ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুনাফার লক্ষ্যমাত্রা কমাল লুফথানসা এয়ারলাইন্স

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ জুলাই ২০১৬

মুনাফার লক্ষ্যমাত্রা কমাল লুফথানসা এয়ারলাইন্স

ইউরোপে বুকিং কমায় চলতি বছরের জন্য মুনাফার লক্ষ্যমাত্রা কমিয়েছে এ অঞ্চলের লুফথানসা এয়ারলাইন্স। মুনাফার এ লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে কম। ইউরোপে সন্ত্রাসী হামলা, ব্রেক্সিট, রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতাকেই লুফথানসার বুকিং কমার কারণ হিসেবে দেখছে জার্মানি। ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজিজেট এয়ারলাইন্সেরও চলতি বছর মুনাফার লক্ষ্যমাত্রা কমানোর সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা-দুর্ঘটনাকে কেন্দ্র করে ইউরোপে কমেছে পর্যটকের সংখ্যা। এ কারণে মুনাফা কমছে এয়ারলাইন্সগুলোর। অনেকেই বাতিল করছে বুকিং। আয় কমারও আশঙ্কা করছে কোন কোন এয়ারলাইন্স। -অর্থনৈতিক রিপোর্টার
×