ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাঠের নেইমার নাচেও...

প্রকাশিত: ০৬:১৯, ২৩ জুলাই ২০১৬

মাঠের নেইমার নাচেও...

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের মাঠের পারফর্মেন্সে গোটা ফুটবল বিশ্বই মুগ্ধ। ব্রাজিলিয়ান তারকা এবার সমর্থকদের বিমোহিত করলেন নাচেও। তাও আবার সরাসরি টিভি প্রোগ্রামে! ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিক শুরুর মাত্র দুই সপ্তাহ আগেই ব্রাজিলের গ্লোভ টিভির শো ‘ডিং ডং’ এ মডেলের সঙ্গে নেচে দর্শকদের মাতালেন তিনি। যেন অভিজ্ঞ ড্যান্সারের মতোই নিজেকে মেলে ধরলেন বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ড্যান্স দেখে প্রোগ্রামের বাকি অতিথিরাও রীতিমতো মুগ্ধ বিমোহিত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকাতেও শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে তারা। কিন্তু অলিম্পিকেই নিষ্প্রভ সেলেসাওরা। এখন পর্যন্ত অলিম্পিকের স্বর্ণপদকটাই জেতা হয়নি তাদের। তবে এবার সেই আক্ষেপ ঘুচাতে মরিয়া ব্রাজিল। এবার সেলেসাওদের মূল ভরসা নেইমার। অলিম্পিকে খেলবেন বলেই সম্প্রতি শেষ হওয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকাতে অংশগ্রহণ করেননি নেইমার। বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকাও জানিয়েছেন, স্প্যানিশ ক্লাব বার্সিলোনা তাকে যে কোন একটি টুর্নামেন্টে খেলার কথা বলেছিল। আর নেইমার কোপা আমেরিকার পরিবর্তে ঘরের মাঠে অলিম্পিককেই বেছে নিলেন। কোপা আমেরিকায় নেইমারবিহীন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার শতবার্ষিকী আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার কারণে অভিজ্ঞ কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করে ব্রাজিল। তবে অলিম্পিকে নেইমারদের কোচের ভূমিকা পালন করবেন রোজারিও মিকেল। ২০১৪ সালে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের হতাশ করেছিল নেইমার-অস্কাররা। এরপর কোপা আমেরিকাতেও স্বপ্নভঙ্গ হলো সেলেসাওদের। এবার তাই অলিম্পিকে স্বর্ণপদক জয়ের বিকল্প ভাবছে না ব্রাজিল। আর সেক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে নেইমারকেই। দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোও বিশ্বাস করেন তা। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাতকারে নেইমারের বিষয়ে তিনি বলেন, ‘ঘরের মাঠে নেইমারকে নিয়ে খেলবে, আমি তো মনে করি এবার স্বর্ণপদক ব্রাজিলই জিতবে।’ আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে রিও অলিম্পিক। তবে ফুটবল শুরু হবে তার আগেই। ৪ আগস্ট ব্রাসিলিয়াতে প্রথম ম্যাচে মাঠে নামবে রোজারিও মিকেলের দল। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
×