ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপবৃত্তির টাকা প্রদানে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ২০:৪১, ১৯ জুলাই ২০১৬

কালকিনিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপবৃত্তির টাকা প্রদানে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ৩৬নং নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালাদার রানী বালার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আর এতে করে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা চড়ম ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, ৩৬নং নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৩৬৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১২শ টাকা করে দেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষিকা হালদার রানী বালা অনিয়মের আশ্রয় নিয়ে ৬শ টাকা করে প্রদান করেন।এবং বাকি টাকা তিনি আতœৎসাত করেন। এদিকে অনিয়মের ব্যাপারটি জানতে পেরে ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা ডিজি, জেলা প্রশাসক,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয় বিদ্যালয়ের শিক্ষার্থী অন্যনা গুপ্ত, শুভ ও ঝুমা জানায়, আমরা উপবৃত্তির টাকা ১২শ করে না পেয়ে ৬শ টাকা করে পেয়েছি। এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষিকা হালদার রানী বালা বলেন, এ উপবৃত্তির টাকা আমি প্রদান করিনি আমার স্যারে প্রদান করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
×