ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আগামী শনিবার পুঁজিবাজারে লেনদেন চলবে

প্রকাশিত: ০৪:১৮, ১৪ জুলাই ২০১৬

আগামী শনিবার পুঁজিবাজারে লেনদেন চলবে

সরকারের অন্যান্য অফিসের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৬ জুলাই শনিবার স্টক এক্সচেঞ্জের কার্যক্রম চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ও অন্যান্য কার্যক্রম চালু থাকবে। উল্লেখ্য, কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটি উপভোগের সুযোগ দেয়ার জন্য ঈদ-উল-ফিতরের আগে এক কার্যদিবস বিশেষ ছুটি ঘোষণা করে সরকার। এর পরিবর্তে আগামী শনিবার অফিস করতে হবে সবাইকে। স্টক এক্সচেঞ্জও এর সঙ্গে সঙ্গতি রেখে তাদের সময়সূচি নির্ধারণ করে। টানা নয়দিন ঈদের ছুটির পর ১০ জুলাই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। -অর্থনৈতিক রিপোর্টার মেয়েকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংক উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এম.এন.এইচ ব্লু তার মেয়েকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই উদ্যোক্তা পরিচালক তার মেয়ে নুসরাত লায়লা ব্লুকে সাড়ে ৩ লাখ শেয়ার উপহার দিবেন। এমএনএইচ ব্লুর কাছে কোম্পানির মোট ১ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৭৬৫টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে মেয়েকে দিবেন। উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অনুমোদনের পরই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার উপহার দেয়া যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×