ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা

প্রকাশিত: ০৬:৩৫, ২২ জুন ২০১৬

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা

রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। গত ৬ জুন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ মেলার উদ্বোধন করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৬১টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় পবিত্র কোরানের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। -বিজ্ঞপ্তি সনদ হস্তান্তর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করছে ‘এসিবিএসপি’ ১৯ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় এসিবিএসপি বোর্ড অব কমিশনারসের চেয়ারম্যান ব্রুসি স্টেটার এবং প্রধান এ্যাক্রেডিটেশন কর্মকর্তা স্টিভ পারস্কেলের কাছ থেকে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ এ সনদ গ্রহণ করেন। এনএসইউ স্কুল অব বিজনেস এ্যান্ড ইকোনমিক্স বাংলাদেশের একমাত্র বিজনেস স্কুল, যা বাণিজ্য শিক্ষাক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মান স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান এসিবিএসপির স্বীকৃতি লাভ করেছে। -বিজ্ঞপ্তি চিকিৎসার নামে... চিকিৎসার নামে অপচিকিৎসা চলছে রাজধানীর আনাচে-কানাচে। বিশেষ করে যাত্রাবাড়ী এলাকায় গেলে এদের দৌরাত্ম্য বেশি চোখে পড়ে। মানুষের অজ্ঞতা ও দুর্বলতাকে পুঁজি করে এদের ব্যবসা। এসব প্রতারকচক্রের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×