ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিডি থাইয়ের রাইট শেয়ার অনুমোদন

প্রকাশিত: ০৩:৫৩, ২১ জুন ২০১৬

 বিডি থাইয়ের রাইট শেয়ার অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই এ্যালুমিনিয়ামের রাইট শেয়ার অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার বাজারে ছাড়বে। এই শেয়ার ছেড়ে কোম্পানিটি ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে। রাইট শেয়ারের উপাত্ত অনুযায়ী ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৪৯ পয়সা। আর (জানুয়ারি, ১৫-জুন, ১৫) পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিল অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩২ শতাংশ। ডিএসইর তথ্যানুযায়ী, শেয়ারটি সোমবারে সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ২০ পয়সা দরে। কোম্পানিটি ১ হাজার ৯৭৪ বারে ৩৭ লাখ ৭২ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। এই কোম্পানির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানির শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ৪১ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৭৮৮ বারে ৬ লাখ ৩০ হাজার ৭২০টি শেয়ার লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা বা ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ স্যালভো কেমিক্যাল, এ্যাপেক্স ট্যানারি, নিটল ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এ্যাপেক্স ফুডস ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।
×