ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর ব্যর্থতায় শঙ্কায় পর্তুগাল!

প্রকাশিত: ০৫:২৫, ২০ জুন ২০১৬

রোনাল্ডোর ব্যর্থতায় শঙ্কায় পর্তুগাল!

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল করাটা তার নিয়মিত স্বভাব। কিন্তু জাতীয় দলের হয়ে নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু তাই নয়, পেনাল্টির সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনাল্ডোর পেনাল্টি মিসের কারণেই অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মেসি-সুয়ারেজ আর নেইমাররা খেলেন না। যে কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই আসরের সেরা তারকা। কিন্তু গ্রুপ পর্বে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি পর্তুগীজরা। ‘এফ’ গ্রুপে সবকটি দলই দুটি করে ম্যাচ শেষ করে ফেলেছে। চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের শীর্ষে আছে হাঙ্গেরি। পর্তুগাল ও আইসল্যান্ডের সংগ্রহ দুই পয়েন্ট করে। কিন্তু গোল ব্যবধানে রোনাল্ডো-ন্যানিদের চেয়েও এগিয়ে আইরিশরা। এরপর এক পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে অস্ট্রিয়া। শনিবার প্যারিসে অস্ট্রিয়ার বিপক্ষে বল দখলের লড়াই আর গোলের সুযোগ সৃষ্টিতে পুরো ম্যাচে অনেক এগিয়ে ছিল পর্তুগাল। প্রথম ৪৫ মিনিটেই চারবার গোলের সম্ভাবনা জাগায় তারা। কিন্তু দুর্ভাগ্য তাদের। প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি তারা। এর মধ্যে একবার ন্যানির হেড ফিরে এসেছে সাইডবারে লেগে। বিরতির আগে অস্ট্রিয়ানরা বার দুয়েক পর্তুগীজদের পোস্টে হানা দিলেও সাফল্যের দেখা মিলেনি তাদের। পর্তুগারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেও এগিয়ে যেতে পারত অস্ট্রিয়া। কিন্তু স্টেফান ইলসাঙ্কারের জোরালো শট খুব দৃঢ়তার সঙ্গেই ঠেকিয়ে পর্তুগালকে রক্ষা করেন গোলরক্ষক রুই প্যাত্রিসিও। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে উঠেছে পর্তুগাল। গোল করার সুযোগও তৈরি করেছে তারা। কিন্তু প্রতিপক্ষের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছেন অস্ট্রিয়ার গোলরক্ষক রবার্ট আলমার। এর মধ্যে ৫৪ ও ৫৬ মিনিটে পরপর দুবার রোনালল্ডোর দুটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। তবে এদিন রোনাল্ডোর ভাগ্য এতটাই খারাপ ছিল যে, পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তিনি। ম্যাচের ৭৮ মিনিটে পর্তুগীজ অধিনায়ককে বক্সের মধ্যে ফেলে দেন মার্টিন হিন্টারএগার। এর ফলে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু পেনাল্টির সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি সি আর সেভেন। সাইডবারে লেগে ফিরে আসে রোনাল্ডোর শট। ৮৫ মিনিটে দলকে আবার হতাশ করেন তিনি। ফ্রিকিক থেকে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের হেড অস্ট্রিয়ার জালে গেলেও রেফারি গোলের নয় বরং অফসাইডের বাঁশি বাজান। এরপর আর তেমন কিছু করতে পারেনি পর্তুগাল। যে কারণে টানা দ্বিতীয় ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ন্যানি-রোনাল্ডো-পেপেদের। এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশটির কিংবদন্তি ফুটবলার লুইস ফিগোকে (১২৭) ছাড়িয়ে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন সি আর সেভেন। কিন্তু রেকর্ড গড়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না রিয়াল তারকা। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সমর্থকদের বিশ্বাস রাখতে বললেন রোনাল্ডো। এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এভাবে কখনই রেকর্ড গড়তে চাইনি আমি। আমাদের অসংখ্য সুযোগ ছিল। ম্যাচে আমরা খেলেছিও ভাল কিন্তু শেষটা ভাল হয়নি। আমি নিজেও কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। পেনাল্টিসহ আরও কিছু মিস করেছি আমি। তবে এগুলো খেলারই অংশ। আমাদের উপর বিশ্বাস রাখতে হবে।’ এর আগে শনিবার ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আইসল্যান্ড। ম্যাচের ৩৯ মিনিটে গিলফি সিউর্ডসনের পেনাল্টি গোল প্রথমবারের মতো ইউরোতে খেলতে আসা আইসল্যান্ডিকদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ৮৭ মিনিটে বির্কির মার সাইভারসনের আত্মঘাতী গোল তিন পয়েন্টের আশা ভেঙ্গে দেয় আইসল্যান্ডের।
×