ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চায়না হারবার চট্টগ্রামের আনোয়ারায় ৭৭৪ একর জমিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে

চীনের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল গড়তে চুক্তি সই

প্রকাশিত: ০৩:৫৩, ১৯ জুন ২০১৬

চীনের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল গড়তে চুক্তি সই

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের সঙ্গে জি টু জি (সরাসরি দুই দেশের সরকারের মধ্যে টুক্তি) ভিত্তিতে চট্টগ্রামে দেশের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ২০১৮ সালের মধ্যে নির্মাণের লক্ষ্যে শ্রীঘ্র এর কাজ শুরু হবে। এসইজেড নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৭ হাজার ৮০০ কোটি টাকা। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ এবং উন্নয়নের জন্য বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) সঙ্গে চীন হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) লিমিটেডের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সমঝোতা অনুযাযী, চায়না হারবার কোম্পানি চট্টগ্রাম জেলার আনোয়ারায় ৭৭৪ একর জমিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে। অর্থনৈতিক অঞ্চলের পাশে কোরিয়ান ইপিজেড ও ক্যাফকো অবস্থিত। কর্ণফুলী ট্যানেল প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম পোর্টের সাথে দূরত্ব হবে মাত্র ০২ কিলোমিটারের। চাইনিজ সরকার চায়না অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে ডেভেলপার হিসেবে নিয়োগ প্রদান করে। এর মধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ওই সমঝোতা চুক্তি সইয়ের পর বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, দেশের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও এর উন্নয়নের জন্য অবশেষে সমঝোতায় পৌঁছেছে উভয় দেশের সংশ্লিষ্টরা। এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে প্রায় দুই বছর ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। একে বর্তমান সরকারের একটি কৃতিত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়ন হলে প্রায় ১ লাখ বেকার লোকের কর্মসংস্থান হবে এবং ১ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ হবে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে তৈরি পোশাক খাতের বৈদেশিক আয় ২ হাজার ৬৬০ কোটি মার্কিন ডলার। ২০২১ সালে এই আয় ৫ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শেষ হলে বৈদেশিক আয়ের পথ ত্বরান্বিত হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) আনোয়ারার ৭৭৪ একর জমিতে নির্মাণ করা হবে দ্য চীন ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)। এর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৮০০ কোটি টাকা (১০০ কোটি মার্কিন ডলার)। এতে আরও জানানো হয়েছে, এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, তৈরি পোশাক, টেলি কমিউনিকেশন, কৃষি যন্ত্রপাতি, ইলেক্ট্রনিকস ও ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি, অস্ত্রোপচার ও মেডিকেল সংক্রান্ত যন্ত্রপাতি, প্লাস্টিক এবং তথ্য প্রযুক্তিসহ (আইটি) বিভিন্ন খাতের পণ্য তৈরির জন্য কারখানা স্থাপন করা হবে।
×