ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এ সময়ের নির্মাতা মনন আসাদ

প্রকাশিত: ০৪:০৮, ১৮ জুন ২০১৬

এ সময়ের নির্মাতা মনন আসাদ

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের তরুণ ও মেধাবী নির্মাতা মনন আসাদ। এক যুগেরও অধিক সময় ধরে সাংস্কৃতিক মিডিয়ায় বিচরণ। একাধারে তিনি অভিনেতা ও নির্দেশক। অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র ও নাটকে। তবে শেষমেশ তিনি একজন নির্মাতা। অবশ্য এ বিষয়ে নির্দেশকের প্রধান সহাকারী হিসেবেই কেটে গেছে যুগকালের অধিক সময়। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপন এবং একটি খ- নাটকের শূটিং শেষ করেছেন। অচিরেই শুরু করতে যাচ্ছেন একাধিক নাটক ও টেলিফিল্মের কাজ। ২০০২ সালের কথা। চলচ্চিত্রে হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পিরোজপুর থেকে ঢাকায় চলে আসেন মনন আসাদ। পরিচালক গাজী জাহাঙ্গীরের সহায়তায় শুরু করেন অভিনয়। এ সময় ‘দুর্দান্ত’, ‘জীবন সীমান্তে’, ‘ঢাকাই যত গ-গোল’ চলচ্চিত্রে, কামাল খানের ‘শ্যাম সুন্দর পাল জয়’, ‘মঙ্গল ছায়া’, নাদের খানের ‘পরাণ কান্দে দুঃখে’, ‘সহজ মানুষ’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। এরপর তিনি কিছু মিউজিক ভিডিও পরিচালনার পাশাপাশি অভিনয় করেন। এক সময় সিদ্ধান্ত নেন পরিচালক হবেন। অভিজ্ঞতা অর্জনে বিভিন্ন পরিচালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের দিকে অভিনেতা নির্দেশক মাসুম আজিজ এবং জিএম সৈকতের সঙ্গে কাজ শুরু করেন। এরপর ক্রমান্বয়ে একে একে শতাধিক পরিচালকের সঙ্গে খ- নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে হাত পাকিয়ে নেন আসাদ। এভাবেই কেটে যায় ১৩ বছর। তিনি আফজাল হোসেন, শাখাওয়াত আল মামুন, সালাউদ্দিন সানোয়ার, এসএম শাহীন, এম শাখাওয়াত, সৈয়দ জসিম, মীর সাব্বির, রিজওয়ান খান, কায়সার আহমেদ, উত্তম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। মনন আসাদের অন্যতম কাজের মধ্যে রয়েছে খ- নাটক ‘একুশ আমার অহংকার’, ‘আমরি বাংলা ভাষা’, ‘লটারী’, ‘লাভ কমেন্ট’, ‘জোড়া বড়’, ‘সূচি কদ্দুস’, ‘কদ্দুসের মুরগি প্রেম’, ‘যদি বল না’, ‘তোমার গায়ে বারুদের গন্ধ’, ‘বেকার সমাধি’, ‘একটি নীল জোসনা ও অমাবস্যার গল্প’, ‘পুতুল রহস্য’, ‘বরিশাইল্যা পোলা কোটি টাকা তোলা’, ‘ঘাড়ত্যারা’, ‘ঘাটের মানুষ’ প্রভৃতি। মনন আসাদের ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছেÑ ‘আজিজ মার্কেট শাহবাগ ঢাকা-১০০০’, ‘পথ জানা নাই’, ‘সহজ মানুষ’, ‘চেনা পথ অচেনা গলি’, ‘রঙ্গিলা’, ‘তিন কুতুব’, ‘ঘোমটা’, ‘নোয়াশাল’, ‘সহযাত্রী’, ‘প্রত্যাবর্তন’, ‘ভিলেজ ফ্যান্টাসি’, ‘ডটকম ঢাকা’ প্রভৃতি। দীঘদিন ধরে দেশের বিভিন্ন গুণী মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতায় ঋদ্ধ মনন আসাদ সম্প্রতি রাজ কামাল গুঁড়া মসলার বিজ্ঞাপন নির্মাণ করেছেন। জীবনের প্রথম সলো নির্মাণ নিয়ে অনেকটাই উচ্ছ্বসিত মনন আসাদ। তিনি মনে করেন, এত দিনের অভিজ্ঞতাকে প্রথমবারের মতো নিজের মতো করে কাজে লাগালাম। সবে শুরু। এখন থেকে নিয়মিতভাবে কাজ করতে চাই। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চাই। নিজের মেধা, ধৈর্য, অধ্যাবসায় এবং অর্জিত া অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক মিডিয়াকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন মনন আসাদ। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×