ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৪৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ জুন ২০১৬

ব্লক মার্কেটে ১৪৫ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ব্লক মার্কেটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৫ লাখ ৩৭ হাজার ১৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ১৪৫ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনটিকে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। এই কোম্পানি ৭ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৭৮ কোটি ৫৭ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্লাক্সোস্মিথক্লাইন ৩ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৫২ কোটি ৯৫ লাখ টাকা। এ্যাপেক্স ফুটওয়্যার ১ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ছিল ৫ কোটি ৬ লাখ টাকা। এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ একমি ল্যাবরেটরিজ, বার্জার পেইন্টস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, এমজেএলবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড। বিএসআরএমের সহযোগী প্রতিষ্ঠানের উৎপাদন শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড ও বিএসআরএম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে সহযোগী কোম্পানির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। এই প্রকল্পে কোম্পানি এমএস বিলেটস উৎপাদন করবে। কোম্পানির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮ লাখ ৬২ হাজার মেট্রিক টন। উল্লেখ্য, সহযোগী প্রতিষ্ঠানে বিএসআরএম স্টিলের ২৫ দশমিক ৩৫ শতাংশ মালিকানা রয়েছে। আর বিএসআরএম লিমিটেডের ৪৪ দশমিক ৯৭ শতাংশ মালিকানা রয়েছে।
×