ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ই-কমার্স

প্রকাশিত: ০৭:০৬, ১৬ জুন ২০১৬

২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ই-কমার্স

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আগামী ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছে ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। বুধবার মতিঝিলের ফেডারেশন ভবনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সভার আয়োজন করে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্যভুক্ত সকল তথ্যপ্রযুক্তি এ্যাসোসিয়েশন। সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ বলেন, আগামী ২০২৪ সাল পর্যন্ত ই-কমার্স সেক্টর এবং অনলাইন শপিংকে সব ধরনের কর এর আওতামুক্ত রাখতে হবে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এ্যাসোসিয়েশন (বেসিস) সভাপতি শামীম আহসান। -অর্থনৈতিক রিপোর্টার এলএনজি কিনতে জাপান ও কোরিয়ার সঙ্গে জোট করতে চায় ভারত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোট তৈরি করতে চায় ভারত। এ নিয়ে দেশগুলোর মধ্যে আলোচনাও শুরু হয়েছে। এই জোটে চীনও অন্তর্ভুক্ত হতে পারে। ভারতের জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। এশীয় অঞ্চলে গ্যাসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে জানিয়ে তিনি বলেছেন, আগামী ২/৩ দশকে জ্বালানি চাহিদা মেটানোর জন্য গ্যাসই হবে এ অঞ্চলের সবচেয়ে বড় উপাদান। এজন্য এ অঞ্চলভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। জ্বালানি মন্ত্রী বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়া সঙ্গে আলোচনা শুরু হয়েছে। চীনও এ নেটওয়ার্কের পার্টনার হতে পারে। ভারতের মোট জ্বালানির ৮ শতাংশ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। গত দশকে দেশটির প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ১০ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×