ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মুসলিম অভিবাসন নিষিদ্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে ওবামা

প্রকাশিত: ০৪:১৮, ১৬ জুন ২০১৬

ট্রাম্পের মুসলিম অভিবাসন নিষিদ্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে ওবামা

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার দেশে মুসলমানদের অভিবাসন নিষিদ্ধ করার পক্ষে যে যুক্তি দিয়েছেন, তার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ট্রাম্প যে প্রস্তাব হাজির করেছেন, ওইরকম একটি আমেরিকা আমেরিকানরা ‘চায় না’। আমেরিকান মুসলমানদের আলাদাভাবে দেখা হলে পশ্চিমা ও মুসলিম বিশ্বের দূরত্ব আরও বাড়বে, যুক্তরাষ্ট্রের বিপদও তাতে বাড়বে বলে মত দিয়েছেন ওবামা। খবর বিবিসির। মুসলমানদের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা আরও বিস্তৃত করে সোমবার ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের ইতিহাস’ আছে এমন দেশের নাগরিকদেরও তিনি নিষিদ্ধ করতে চান। অরল্যান্ডোর সমকামী নৈশক্লাবে হামলার পর এ ধরনের পদক্ষেপকে যৌক্তিক হয়ে উঠেছে বলে নিউ ইয়র্কের এই ব্যবসায়ীর মত। রবিবার ভোররাতে ওই নৈশক্লাবে আফগান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর মতিনের গুলিতে ৪৯ জন নিহত হন। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এককভাবে তার নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারেন।-বিবিসি অদম্য ইচ্ছা... লেখাপড়ার অদম্য ইচ্ছা কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ ভারতের কেরল রাজ্যের আলাপ্পুজা জেলার অর্জুন সন্তোষ। ১৪ বছর বয়সী অর্জুন প্রতিদিন পাক্কা ৩ কিলোমিটার পথ সাঁতরে ক্লাস করে। জামাকাপড় ও বই একটি প্লাস্টিকের ব্যাগে ভরে দেয় সাঁতার। তারপর তীরে উঠে এই জামাকাপড় পরে ক্লাসে ঢোকে অর্জুন। খবরটি প্রকাশ হওয়ার পর স্থানীয় পঞ্চায়েত প্রধান সমস্যা সুরাহার প্রতিশ্রুতি দেন। ওয়েবসাইট
×