ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

একটি কারখানাও মানের বাইরে থাকবে না ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৫, ১৩ জুন ২০১৬

একটি কারখানাও মানের বাইরে থাকবে না ॥ শিল্পমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের একটি শিল্প কারখানাও যাতে কাক্সিক্ষত মানের বাইরে না থাকে সে জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইকে আরও গতিশীল ও কার্যকর হতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই ভবনে রবিবার বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে গতিশীল বিশ্বে পরিমাপ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি ও বিএসটিআইয়ের মেট্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলতাব হোসেন বক্তব্য রাখেন।
×