ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিরল প্রতিভা

প্রকাশিত: ০৪:০২, ১১ জুন ২০১৬

বিরল প্রতিভা

উরুগুয়ের নাগরিক হুয়ান পাবলো কুলাসো। ২৯ বছর বয়সী কুলাসো একজন জন্মান্ধ। এই হিসেবে তার কোনদিনও পাখি দেখার কথা নয়, তাতে কি? শুধু পাখির ডাক শুনে তিনি বলে দিকে পারেন এটি কোন পাখি। ৭২০ প্রজাতির তিন হাজারের অধিক পাখির ডাক শুনে তৎক্ষণাৎ তিনি এই পাখির নাম বলতে পারেন। ছোট বেলায় বাবা এবং বড় হয়ে এক পাখি বিজ্ঞানীর সহায়তায় এই বিরল অধিকারী প্রতিভার মালিক হয়েছেন কুলাসো। -ডেইলি মেট্রো।
×