ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কোন বড় দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী

হিলারির মনোনয়ন নিশ্চিত

প্রকাশিত: ০৬:৫৮, ৮ জুন ২০১৬

হিলারির মনোনয়ন নিশ্চিত

হিলারি ক্লিনটন প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের সমর্থন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন জয় করেছেন। এপির এক হিসাবে সোমবার রাতে এ ধারণা দেয়া হয়। হিলারিই হলেন প্রথম নারী যিনি প্রেসিডেন্ট পদে দেশের কোন বড় দলের মনোনয়ন জিতে নিলেন। এটি তার আমেরিকার প্রথম নারী কমান্ডার-ইন-চীফ হওয়ার পথে এক ঐতিহাসিক পদক্ষেপও বটে। খবর নিউইয়র্ক টাইমস, নিউইয়র্ক পোস্ট, বিবিসি ও এএফপির। এপির হিসাবে দলের সম্ভাব্য প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ২,৩৮৩ ডেলিগেটের সমর্থন পেয়েছেন হিলারি। তিনি পুয়ের্তোরিকোর প্রাইমারিতে বড় রকমের বিজয় এবং শেষ মুহূর্তে সুপার ডেলিগেটদের একটি অংশের সমর্থন পেয়ে ওই ম্যাজিক সংখ্যায় পৌঁছান। কিন্তু হিলারির দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস তার পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন। তিনি বলেন, হিলারি সুপার ডেলিগেটদের সমর্থনের ওপর নির্ভর করছেন, যারা জুলাইতে দলের জাতীয় কনভেনশন না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না। হিলারি তার ওই বিজয়ের খবর প্রচারিত হওয়ার কিছু পরই ক্যালিফোর্নিয়ার লং বিচে এক সমাবেশে বলেন, আমরা এক ঐতিহাসিক ও অভূতপূর্ব মুহূর্তের দ্বারপ্রান্তে পৌঁছেছি, কিন্তু আমাদের তবুও কাজ করে যেতে হবে। তিনি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউমেক্সিকো, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা ও নিউজার্সির মঙ্গলবারের প্রাইমারিগুলোর প্রতি ইঙ্গিত করছিলেন। ক্যালিফোর্নিয়ার প্রাইমারি ভোট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জরিপে দেখা যায়। সেখানে হিলারি প্রতিটি ভোটের জন্যই কঠোর চেষ্টা চালান এবং এমনকি তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের প্রতি সঠিক কাজ করতে এবং প্রচার অভিযান পরিত্যাগ করতে আহ্বান জানান। গুপার ডেলিগেটরা কনভেনশনের আগে কোন প্রার্থীর পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করতে পারেন, কিন্তু কনভেনশনের আগে আনুষ্ঠানিকভাবে কোন প্রার্থীর পক্ষে ভোট দিতে পারেন না। দলের বর্তমান ও সাবেক নির্বাচিত কর্মকর্তা এবং দলীয় নেতাদের নিয়ে সুপারডেলিগেট গঠিত। তারা কোন সুনির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বাধ্য নন। দলগুলোর নিজ নিজ কনভেনশন না হওয়া পর্যন্ত কোন দলের প্রার্থীর নামই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় না। স্যান্ডারস ইতোমধ্যেই কনভেনশন না হওয়া পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। তার প্রচার টিম বলেছে, ভারমন্টের সিনেটর হিলারির প্রতি সমর্থন জানিয়েছেন এমন সুপার ডেলিগেটদেও নতুন সমর্থন পাওয়ার চেষ্টা করবেন। তার মুখপাত্র মাইকেল ব্রিগস বলেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রতিযোগিতা শেষ হয়ে গেছে- এ ব্যাখ্যা বলার সময় এখনও হয়নি। ব্রিগস এক বিবৃতিতে বলেন, মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেট হিলারির হাতে নেই এবং থাকবেও না। তিনি বলেন, দুঃখজনকভাবে মিডিয়া তড়িঘড়ি সিদ্ধান্তে পৌঁছতে গিয়ে চলতি গ্রীষ্মকালে কনভেনশনে সুপার ডেলিগেটরা বাস্তবে ভোট দেয়ার আগেই তাদের ভোট গণনা করা ভুল হবে বলে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির স্পষ্ট বিবৃতি উপেক্ষা করছে। তিনি বলেন, এখন থেকে কনভেনশন পর্যন্ত আমাদের কাজ হলো বার্নিই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী প্রার্থী- ওই সব ডেলিগেটকে সে কথা বুঝিয়ে বলা। সানফ্রান্সিস্কোতে সোমবার এক সমাবেশে স্যান্ডারস ক্যালিফোর্নিয়াতে জয়ী হবেন বলে সমর্থকদের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আজ পর্যন্ত আমরা এ দেশের ২০টি অঙ্গরাজ্যে প্রাইমারি ও ককাসে জয় পেয়েছি। মঙ্গলবার সমগ্র ডেমোক্র্যাটিক মনোনয়ন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে জয়ী হতে যাচ্ছি।
×