ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন সমুন্নয়ের

প্রকাশিত: ০৪:১২, ৬ জুন ২০১৬

বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন সমুন্নয়ের

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে বলে মনে করছে বেসরকারী সংস্থা সমুন্নয়। তারা মনে করছে আগামী অর্থবছরের বাজেটে উল্লেখিত বিভিন্ন প্রকল্পের গুণগত মান উন্নত করতে কী পদক্ষেপ নেয়া হবে তা সুনির্দিষ্ট করে বলেননি অর্থমন্ত্রী। তা ছাড়া রাজস্ব আয় শেষ পর্যন্ত লক্ষ্য অনুযায়ী হবে কি না, ঘাটতি ?কিভাবে মিটবে সে ব্যাপারে সন্দেহ থাকায় এই প্রশ্ন তৈরি হয়েছে। রবিবার জাতীয় প্রেসক্লাবে সমুন্নয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বেসরকারী প্রতিষ্ঠান সমুন্নয় প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে। আলোচনা সভার সভাপতি সমুন্নয়ের টিম লিডার অধ্যাপক খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাজেট বড়। আয়ও বড় দেখানো হলো, ব্যয়ও বড় দেখানো হলো। কিন্তু যদি আয় না হয়? তবে সব প্রশ্নের জবাব দেয়া যাবে যদি বাজেট বাস্তবায়ন ক?রা হয়। কিন্তু বাস্তবায়ন করার সক্ষমতা বক্তৃতায় পাওয়া যায়নি। বাজেটে অর্থনৈতিক সমতা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে, কিন্তু কোন নির্দেশনা নেই। শুধু ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এটা হলে হবে না। সম্পদ নিয়ে মানুষের মধ্যে ব্যবধান বেড়ে গেছে। সামাজিক সুরক্ষা বাস্তবায়নে বরাদ্দ নিয়েও স্বচ্ছতা থাকা প্রয়োজন। ইব্রাহিম খালেদ বলেন, কর্মসৃজন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষিতদের কর্মসংস্থান সম্পর্কে বাজেটে সঠিক নির্দেশনা পাওয়া যায় না। সভায় ‘প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ কতটা প্রান্তজন বান্ধব?’ শিরোনামে সমুন্নয় সমন্বয়ক দিলরুবা ইয়াসমীন চৌধুরী প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বলা হয়, এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) হলো দারিদ্র্যের ভাগ্যোন্নয়নের দলিল। দেশের উন্নয়ন হলে তার ছেঁাঁয়া গরিব ও প্রান্তজনের ওপরও পড়েছে। সুতরাং এডিপি মোট বাজেটের কত অংশ এবং কীভাবে বাস্তবায়ন হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। ভক্সওয়াগনের মুনাফা ২০ শতাংশ হ্রাস চলতি বছরের প্রথম প্রান্তিকে জার্মান গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ভক্সওয়াগনের মুনাফা ২০ শতাংশ কমেছে। দূষণ কেলেঙ্কারির কারণে বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির এই মুনাফা কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে জার্মান গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ভক্সওয়াগনের মুনাফা ২০ শতাংশ কমেছে। প্রতিবেদনে বলা হয়, আলোচিত প্রান্তিকে ভক্সওয়াগনের মুনাফা হয়েছে ৩.২ বিলিয়ন ইউরো। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩.৯৭ বিলিয়ন ইউরো। গত বছর প্রায় এক কোটিরও বেশি ডিজেলচালিত গাড়িত জালিয়াতির আশ্রয় নেয়ার কথা স্বীকার করে ভক্সওয়াগন। ওই সময় জানানো হয়, সেসব গাড়িতে সংযুক্ত সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই প্রতারণা করা যায়। এ খবর প্রকাশের পর কোম্পানিটির গাড়ি বিক্রিতে ভিটে পড়ে। শেয়ারের দরও কমে যায়। মূলত এসব কারণেই ২০১৬ সালের প্রথম প্রান্তিকে ভক্সওয়াগনের মুনাফা কমেছে বলে ধারণা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার হঠাৎ দুমড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের চাকরি বাজার হঠাৎ দুমড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের চাকরি বাজার। সদ্য শেষ হওয়া মে মাসে দেশটিতে উল্লেখযোগ্য হারে নতুন চাকরি পাওয়া মানুষের সংখ্যা কমেছে। আর এতে সেখানকার পুঁজিবাজার ও মুদ্রাবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বিবিসি এক খবরে জানিয়েছে, গত শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে মার্কিন পুঁজিবাজার ও ডলারে নিম্নগতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে যুক্তরাষ্ট্রের চাকরি বাজারে মাত্র ৩৮ হাজার নতুন কর্মী যুক্ত হয়েছে। এ মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬২ হাজার। দীর্ঘ ৬ বছরের ইতিহাসে এই অবস্থান নতুন রেকর্ড করেছে। তাছাড়া চলতি মাসেই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আছে। এই দুই ইস্যুই মূলত স্বর্ণবাজার, মুদ্রাবাজার ও পুঁজিবাজারে অস্থির অবস্থা সৃষ্টি করছে। চাকরি বাজারে এই হতাশা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এই হতাশা এশিয়ার বাজারগুলোতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×