ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লন্ডনে ১৭তম রেইনবো চলচ্চিত্র উৎসব উদযাপন

প্রকাশিত: ০৬:৩৯, ২ জুন ২০১৬

লন্ডনে ১৭তম রেইনবো চলচ্চিত্র উৎসব উদযাপন

লিপি হালদার রেইনবো চলচ্চিত্র সংসদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৭তম রেইনবো চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী হয় পূর্ব লন্ডনের মাইল এ্যান্ড রোডে অবস্থিত জেনেসিস সিনেমা হলে। ২৯ মে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রীন এবং বো এলাকার সংসদ সদস্য রুশানারা আলি, টাওয়ার হ্যামলেটস’এর মেয়র ‘জন বিগস’, টাওয়ার হ্যামলেটস’এর কাউনছিলর আসমা বেগম এবং ডেনিস জোন্স, বিশিষ্ট কমিউনিটি লিডার মতিন উজ্জামান, গার্ডিয়ান খ্যাত চলচ্চিত্র সাংবাদিক ডেরেক ম্যালকম এবং রেইনবো চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল। এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নাদিয়া লোদি। এই অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশী ছাড়াও প্রচুর ভিন্ন ভাষী লোকের আগমন উল্লেখ করার মতো। অনুষ্ঠান শেষে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে এবং মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছায়াছবি প্রদর্শিত হয়।৩০ মে থেকে বৃহস্পতিবার ২ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৩০ মি.বেথনান গ্রীন রোডে অবস্থিত ‘রিচ মিক্স সেন্টারে’ যথাক্রমে ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সীমানা পেরিয়ে এবং গেরিলা প্রদর্শিত হয়।হ্যানবারী স্ট্রিটের ব্র্যাডি আর্টস সেন্টারে খালিদ মাহমুদ মিঠু স্মরণে ‘গহীনে শব্দ’ এবং শ্যাডওয়েল স্টেশনের নিকটবর্তী মার্থা রোডে অবস্থিত ‘টারলিং কমিউনিটি সেন্টারে’ প্রতিদিন তিনটি করে প্রদর্শনীর আয়োজন করা হয় যথাক্রমে ‘ঘাসফুল’, ‘খেলাঘর’, ‘লালচর’,‘উত্তরের সুর’, আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ এবং ‘জালালের গল্প’। পূর্ব লন্ডনের হ্যানবারী স্ট্রিটে অবস্থিত রেইনবো চলচ্চিত্র সংসদের যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। ২০১৬ সালে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হচ্ছে সংগঠনটির ২৫তম বর্ষপূর্তি। এর মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে উদযাপিত হলো এই ১৭তম রেইনবো চলচ্চিত্র উৎসব। ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের কার্যক্রম শুরু হলেও, বাৎসরিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ২০০০ সালে। ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সকলের জন্য ছিল উন্মুক্ত।
×