ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সোহেল মল্লিকের ছড়া

প্রকাশিত: ০৭:৪২, ২৮ মে ২০১৬

সোহেল মল্লিকের ছড়া

পুসি আর ঘেউ চুকচুক করে দুধ খায় এক পুসি তাই দেখে ঘেউ এক হয় খুব খুশি। ঘেউ ঘেউ হেসে বলে- শোন্ পুসি আজ এ বাড়ির গিন্নিটা মহা ধড়িবাজ। মাছ-গোশ রাখে ফ্রিজে দেয় না যে খেতে পেট করে চুঁইচুঁই মন থাকে তেতে। তাই চল পাকঘরে আজ যা যা পাই পেটপুরে সব খেয়ে সুখে গান গাই। আমাদেরও মনটার মিটে যাক ঝাল গিন্নিও বুঝে নিক কতো ধানে চাল ব্যাঙের ছাতা ঝুমঝুম বৃষ্টিতে এক কুনোব্যাঙ ভয় পেয়ে দেয় ডাক ঘ্যাঙর ঘ্যাঙ। ভাবছে সে বৃষ্টিতে যাই যদি ভিজে ঠা-া ও সর্দিতে জ্বর হবে কী যে! তাই ব্যাঙ ঠাঁই নিলো- এক গাছ তলে ভিজলো না একটুও বৃষ্টির জলে। এই গাছে ছিলো খুব ঘন লতা-পাতা গাছটা কী তবে ছিলো ব্যাঙেদের ছাতা? কুটকুট পাকঘরে ঢুকে এক ইঁন্দুরছানা কুটকুট করে খায় মিছরির দানা। তাই দেখে আসে ছুটে তিনখান পুসি বলে, ‘তুই একা খাবি? আমরাও চুষি।’ ইঁন্দুর লেজ নেড়ে বলে, ‘ভাই ম্যাও একসাথে খাইদাই তোমরাও ন্যাও।’ হোক ওরা ইঁন্দুর- বাঘেদের মাসি বুকভরা আছে তবু ভালোবাসাবাসি।
×