ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জলের ট্যাঙ্কে মিলল কঙ্কাল

প্রকাশিত: ১৯:২৮, ২৪ মে ২০১৬

জলের ট্যাঙ্কে মিলল কঙ্কাল

অনলাইন ডেস্ক ॥ একটি নির্মীয়মাণ বাড়ির দশতলায় জলের ট্যাঙ্কের ভিতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে সল্টলেকের ডি ডি ব্লকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, দানা বেঁধেছে রহস্য। পুলিশ জানায়, সল্টলেকের অফিসপাড়ার ওই নির্মীয়মাণ বাড়িটিতে কাজ করার সময়ে শ্রমিকেরাই প্রথম দেখেন কঙ্কালটি। তাঁরা জানান, দশতলায় ৩টি জলের ট্যাঙ্ক রয়েছে। তারই একটিতে জলের মধ্যে ছিল কঙ্কালটি। খবর যায় পুলিশে। পুলিশ গিয়ে দেখে, ট্যাঙ্কে করোটি আর অসংখ্য টুকরো টুকরো হাড় পড়ে। মিলেছে মহিলাদের পোশাকের কিছু টুকরোও। এ ছাড়া, ওই ছাদ থেকে মিলেছে একটি শাড়িও। তদন্তকারীদের অনুমান, কঙ্কালটি মাঝবয়সী কোনও মহিলার এবং সেটি যথেষ্ট পুরনো। পুলিশ জেনেছে, ৮ বছর ধরে বাড়িটি তৈরির কাজ বন্ধ ছিল। মাসখানেক আগে থেকে ফের নির্মাণকাজ শুরুর প্রস্তুতি চলছিল। সে জন্য পরিষ্কারের কাজ করতে গিয়েই কঙ্কালটি নজরে আসে। যে সংস্থা বাড়িটি তৈরি করছে, তাদের থেকেও তথ্য নেওয়া শুরু হয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানের ক্ষেত্রেই কিছু রহস্য দানা বেধেছে। দশতলার উপরে ওই জলের ট্যাঙ্কের ভিতরে কঙ্কাল এল কী ভাবে? যতদিন কাজ বন্ধ ছিল তার মাঝে ওই বাড়িতে কেউ ছিলেন কি না, কারা যাতায়াত করেছেন— সে সব নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। গোয়েন্দা প্রধান কঙ্কর প্রসাদ বারুই জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কঙ্কালটি কোনও মহিলার। বিস্তারিত তথ্য জানতে কঙ্কালটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×