ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন বাতিল

প্রকাশিত: ১৯:১৭, ২৪ মে ২০১৬

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আইপিওতে আসার জন্য আবেদন করেছিল। জানা গেছে, কোম্পানির পক্ষ থেকে ইস্যু ম্যানেজার হিসাবে আবেদনটি জমা দিয়েছিল প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৫৫ লাখ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০ টাকা প্রিমিয়ামসহ প্রস্তাবিত মূল্য চাওয়া হয় ৩০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৭৬ কোটি ৫০ লাখ টাকা তুলতে চায়। জানা গেছে, এ টাকা দিয়ে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ, মেয়াদী ও চলতি ঋণ পরিশোধে ব্যয় করবে। কোম্পানীর বর্তমান মূলধন ৯৪ কোটি ৫০ লাখ টাকা। ২০১৪-২০১৫ হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১১ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নীট সম্পদ (এনএভি) ১৩ টাকা ৬৫ পয়সা। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ কেন্দ্রটি ২০১৪ সালের ৪মে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করছে।
×