ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা

প্রকাশিত: ০৩:৪৬, ৭ মে ২০১৬

হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ সিগন্যাল বাতি ছাড়া পুরোপুরি হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। স্বয়ংক্রিয় কোন ব্যবস্থা না থাকায় নগরীতে তীব্র হচ্ছে যানজট। সিটি মেয়র শীঘ্রই সিগনাল বাতি লাগানোর আশ্বাস দিলেও ট্রাফিক বিভাগ বলছে স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর করতে সামগ্রিক উন্নয়ন প্রয়োজন। মুখে বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারা, এটাই চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক সিগনালের পদ্ধতি। এই প্রক্রিয়ায় একটি গাড়ি থামে তো অন্যটি ছুটে যায়। নগরীর বিভিন্ন রাস্তায় এভাবেই যান চলাচলে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিনিয়ত তাদের হিমশিম খেতে হচ্ছে যানজট নিরসনে। স্বয়ংক্রিয় সিগনাল বাতি না থাকায় নগরীর মুরাদপুর, ওয়াসা ও আগ্রাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সারাক্ষণ লেগে থাকে যানজট। এসব সড়কের নির্দিষ্ট সময় যানবাহন চলা-থামার কাজ করে যে সিগনাল বাতি তার অধিকাংশই অকেজো। কোনটি ভেঙে গেছে তো আবার কোনটিতে নেই বিদ্যুত সংযোগ। কোথাও সবুজ বাতি জ্বলে তো, লালটি জ্বলে না। একেবারে বেহাল অবস্থা। এদিকে সামগ্রিক উন্নয়ন ছাড়া স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা অসম্ভব বলে জানালেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান। অবশ্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানালেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
×