ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় উজ্জল হত্যা মামলার মুল আসামী গ্রেফতার॥ কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

প্রকাশিত: ০১:৫৯, ৬ মে ২০১৬

নওগাঁয় উজ্জল হত্যা মামলার মুল আসামী গ্রেফতার॥ কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামের চাঞ্চল্যকর উজ্জল হোসেন হত্যা মামলার প্রধান আসামী রেজাউল ওরফে রেজা (৪৫) কে গ্রেফতার করেছে আত্রাই থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এই মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইতোমধ্যেই উজ্জলের মরদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ মিথুন মুন্নীকে নিয়োগ দিয়েছেন। জানা গেছে, বিগত ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর রাতে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোঃ রেজাউল ওরফে রেজার কন্যা রেশমা খাতুনের প্রেমিক উজ্জল হোসেনকে খুন করা হয়। ঘটনার ২ বছর পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে নিহত উজ্জলের দরিদ্র অসহায় পিতা নওগাঁ ৯ নং আমলী আদালতে কথিত প্রেমিকা রেশমার পিতা রেজাউল ওরফে রেজা, সাইফুর ইসলাম ও মাহাতাব আলীসহ ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৮ এপ্রিল/১৬ আত্রাই থানার ওসি মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় রেজাকে গ্রেফতার করা হয়েছে বলে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. বদরুদ্দোজা জানিয়েছেন।
×