ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬৪ জাতের মাঠদিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:০৯, ৬ মে ২০১৬

জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬৪ জাতের মাঠদিবস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬৪ জাতের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শৈলকুপার নাকোইল গ্রামের কৃষক আলিমুদ্দিন এর বাড়ির সামনে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬৪ জাতের ক্রপ কাটিং করার পর শুকনো অবস্থায় হেক্টর প্রতি ৭.৪২ মে:টন ফলন রেকর্ড করা হয়েছে। সেসময় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ্ মোহা: আকরামূল হক, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলামসহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। জিংক সমৃদ্ধ ধান শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সবচেয়ে বেশী অবদান রাখবে বলে কর্মকর্তারা জানান। দেশের পুষ্টির অভাব মেটাতে জিংক সমৃদ্ধ ধান চাষ করার আহবান জানান কর্মকর্তারা।
×